দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে আইওএস ভার্সানে লঞ্চ হল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 18, 2021 | 1:13 PM

গত ২ জুলাই ভারতে লঞ্চ হয়েছিল এই গেম। তখন অবশ্য শুধু অ্যানড্রয়েড ভার্সানের জন্যই রিলিজ হয়েছিল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে আইওএস ভার্সানে লঞ্চ হল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম
আইওএস ভার্সানে লঞ্চ হয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম।

Follow Us

অবশেষে আইওএস ভার্সানে লঞ্চ হয়েছে বর্তমানে ভারতের জনপ্রিয় গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গেমিং কর্তৃপক্ষ জানিয়েছেন যে, দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত অ্যাপেল ডিভাইসের জন্য ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম রিলিজ হয়েছে। উল্লেখ্য, গত ২ জুলাই ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছিল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। তখন প্রাথমিক ভাবে কেবলমাত্র অ্যানড্রয়েড ভার্সানের জন্যই রিলিজ হয়েছিল এই ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম। দেশে বিজিএমআই গেমের আনুষ্ঠানিক লঞ্চের দেড় মাস পর এবার আইওএস ভার্সানেও লঞ্চ হল এই গেম। এবার অ্যাপেল স্টোর থেকে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে নিজেদের অ্যাপেল ডিভাইসে ডাউনলোড করতে পারবেন।

আইওএস ভার্সানে কীভাবে ডাউনলোড করবেন ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম?

অ্যাপেল অ্যাপ স্টোর থেকে বিজিএমআই আইওএস অ্যাপ রয়েছে। ইউজাররা ‘Battlegrounds Mobile India’ লিখে সার্চ করলে নির্দিষ্ট অ্যাপ খুঁজে পাবেন। এবার ‘Get’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পর্যায়ে অ্যাপেল আইডি ক্রেডেনশিয়াল বা ফেস আইডি- র মাধ্যমে নিজের অথেনটিফিকেশন প্রক্রিয়া সেরে ফেলতে হবে ইউজারদের। তাহলে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। জানা গিয়েছে, এই গেমিং অ্যাপের সাইজ ১.৯ জিবি। আইওএস ১১.০ কিংবা তার পরবর্তী যেকোনও আইওএস ভার্সানে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম ডাউনলোড করা যাবে।

ক্র্যাফটন কর্তৃপক্ষ জানিয়েছেন, যেহেতু এখনও মেনটেনেন্সের কাজ চলছে তাই আইওএস ভার্সানে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া অ্যাপে লগ ইন করতে হয়তো কিছু ইউজার সমস্যায় পড়তে পারেন। অ্যাপেল আইডির সঙ্গে অ্যাকাউন্ট সংযুক্ত করা থাকলে এই অ্যাপে লগ ইনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ইউজাররা। ক্র্যাফটন কর্তৃপক্ষ জানিয়েছেন, মেনটেনেন্স চলাকালীন মূলত এই লগ ইনের সমস্যা হতে পারে ইউজারদের। আইফোন, আইপ্যাড, আইপড টাচ- এই তিনটি ডিভাইসে খেলা অ্যাযাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। আইওএস ৯.০ কিংবা আইপ্যাড ওএস ৯.০- গেম খেলার জন্য এই ভার্সান অন্তত প্রয়োজন। এছাড়া ফোনে ২ জিবি র‍্যাম প্রয়োজন। যাদের বয়স ১৭ পেরিয়েছে তারা এই গেম খেলতে পারবে।

ইতিমধ্যেই ৫০ মিলিয়ন ডাউনলোডের মাইলফলক পেরিয়ে গিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। রিলিজের পর থেকেই এই গেমের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। গেম রিলিজের এক সপ্তাহের মধ্যে ৩৪ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছিল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। প্রসঙ্গত উল্লেখ্য ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছিল পাবজি মোবাইল ইন্ডিয়া গেম। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর উপর চিনের লাল ফৌজের অতির্কিতে হামলার প্রতিবাদে বেশ কিছু চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সেই তালিকাতেই ছিল পাবজি মোবাইল ইন্ডিয়া গেম। এই ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম নিষিদ্ধ হওয়ার পর চলতি বছর জুলাই মাসে ফের পাবজির মতোই একটি গেম লঞ্চ হয়েছে ভারতে।

আরও পড়ুন- FAU-G গেমের টিম ডেথম্যাচে চালু হয়েছে ফ্রি ফর অল মোড, দেখুন কী কী সুবিধা পাবেন গেমাররা

Next Article