রিলিজের পর থেকে একের পর এক রেকর্ড গড়ছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। এবার গুগল প্লে স্টোরে এই ভিডিয়ো গেম যুক্ত হয়েছে ‘এক কোটির বেশি ডাউনলোড’ হওয়া গেমের তালিকায়। উল্লেখ্য, লঞ্চের ২৪ ঘণ্টার মধ্যেই ১০ মিলিয়ন বা এক কোটির বেশি ডাউনলোড হয়েছিল দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন নির্মিত এই গেম। গুগল প্লে স্টোরে ‘টপ ফ্রি গেম’- এর খেতাবও পেয়েছিল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এবার গুগল প্লে স্টোরের এক কোটির বেশি ডাউনলোড হওয়া গেমের তালিকাতেও নথিভুক্ত হল এই ভিডিয়ো গেম।
নতুন এই খেতাবের সঙ্গে সঙ্গে গেমারদের জন্য নতুন রিওয়ার্ড আনলক করেছেন গেম কর্তৃপক্ষ। গুগল প্লে স্টোর থেকে যেসমস্ত ইউজাররা ইতিমধ্যেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম ডাউনলোড করেছেন, তাঁরা নতুন ‘কনস্টেবল সেট’ ইন-গেম আউটফিট রিওয়ার্ড পাবেন। সমস্ত প্লেয়ারদের জন্যই (যাঁরা ডাউনলোড করেছেন) এই ইন-গেম ফিচার উপলব্ধ হবে। এর আগে এক মিলিয়ন ডাউনলোডে পৌঁছনোর পর গেমারদের একটি স্পেশ্যাল সাইন আপ বোনাস দিয়েছিল ক্র্যাফটন। ‘একটি এবং দু’টি সাপ্লাই ক্রেট কুপন’ হিসেবে এই বোনাস দেওয়া হয়েছিল গেমারদের। জানা গিয়েছে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম ৫ মিলিয়ন ডাউনলোড হওয়ার পর একটি ক্লাসিক ক্রেট কুপন দেওয়া হয়েছিল গেমারদের।