Garena Free Fire Redeem Codes: গারিনা ফ্রি ফায়ারের ১ ফেব্রুয়ারির রিডিম কোডগুলি এক নজরে দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 01, 2022 | 1:40 PM

গেস্ট অ্যাকাউন্টে এই কুপনগুলি রিডিম করা সম্ভব হবে না। ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হলে গেমাররা ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।

Garena Free Fire Redeem Codes: গারিনা ফ্রি ফায়ারের ১ ফেব্রুয়ারির রিডিম কোডগুলি এক নজরে দেখে নিন...

Follow Us

গারিনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গত কয়েক বছরে মোবাইল গেমারদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ২০১৯ সালে সারা বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম ছিল এটি। এমনকি গত অক্টোবর মাসেও বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (IOS) উভয় প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে গারিনা ফ্রি ফায়ার মোবাইল গেমটি।

তুলনামূলক কম দামি ফোনগুলিতেও খেলতে পারার জন্য গেমটির এত জনপ্রিয়তা বলে মনে করেন অনেকে। এছাড়া ডেভেলপাররা প্রতিদিনই নতুন কিছু নিউমেরিক কোড যুক্ত করছে এই গেমে। এই কোডগুলির মাধ্যমে বিভিন্ন স্কিন, পেটস, কসমেটিকস ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এর ফলে গেমে জেতার সম্ভাবনা বেড়ে যায়। তাই রোজ সকাল থেকে অনেক ফ্রি ফায়ার গেমার অপেক্ষা করে ফ্রি রিওয়ার্ড কোডগুলি পাওয়ার জন্য।

ইউকে সার্ভারের জন্য গারিনা ফ্রি ফায়ারের রিডিম কোডগুলো দেখে নিন: 

  • FF7W SM7C N44Z
  • FFA9 UV8X 4H7D
  • 9EHDK5GDEW6DRDM5
  • FF46 0C2II VYU
  • JIJY L8T4 6V2Z
  • 8JKN XUB9 6C9P
  • 8F8U Q5XP DKA7
  • MV9C Q97L QJOL
  • FXCV BNNK DSXC
  • F0KM JNLV CXSD
  • DWF3F71VE2D708EK
  • FFTQ T5PR MCNX

অতিরিক্ত কিছু কুপন:

  • DDFRTY1616POUYT- বিনামূল্যে পোষ্য
  • FFGYBGFDAPQO- ফ্রি ফায়ার ডায়ামন্ডস
  • FFGTYUO16POKH- জাস্টিস ফাইটার আর ভ্যান্ডালস রেবেলিয়ন উইপনস লুট ক্রেট
  • BBHUQWPO1616UY- ডায়ামন্ড রয়্যাল ভাউচার
  • MJTFAER8UOP16- ৮০,০০০ ডায়ামন্ড কোডস
  • SDAWR88YO16UB- বিনামূল্যে ডিজে আলোকের চরিত্র
  • NHKJU88TREQW- টাইটিয়ান মার্কের গান স্কিন
  • MHOP8YTRZACD- পালোমার চরিত্র
  • BHPOU81616NHDF- এলিট পাস আর বিনামূল্যে টপ আপ
  • ADERT8BHKPOU- আউটফিট

গারিনা ফ্রি ফায়ারের রিডিম কোড জেনারেটরগুলি দেখে নিন:

  • FF7W 7M0C N44Z
  • FFA9 UVHX 4H7D
  • FFA0 E811 YL2D
  • FFX6 0C4II VYU
  • JIMY LVT4 6V2Z
  • 88KN XUB9 6C9P
  • 8F9U QJXP DKA7
  • MV9C Q27L QJOL
  • FX8V BNMK DSXC
  • 3GF3851KB8H4JE2A
  • FF12 NYW9 4A00
  • FF8Q T5IR MCNX

গারিনা ফ্রি ফায়ারের ফ্রি কোড কীভাবে রিডিম করবেন:

১. প্রথমে অফিশিয়াল রিডিম সেন্টারে (https://reward.ff.garena.com/en) ভিজিট করতে হবে।

২. তারপর লগ ইন করার জন্য যে সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটা এন্টার করতে হবে (Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK)

৩. এরপর যেকোনও একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।

৪. এখন স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।

ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। গেমাররা ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।

আরও পড়ুন: QLAN Gamers Social Network: ভারতে ই-স্পোর্টসের চাহিদা উর্ধ্বগগনে, শুধু গেমারদের জন্যই লঞ্চ হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্ল্যান

আরও পড়ুন: Krafton Sony Music India Partnership: সনি মিউজিক ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধল ক্রাফ্টন, রাফতার-বাদশাহের র‌্যাপে পাবজি নিউ স্টেট গেমে নতুন ছোঁয়া!

Next Article
PUBG New State Lunar New Year: লুনার নিউ ইয়ারের প্রথম দিনই পাবজি নিউ স্টেটে আকর্ষণীয় কুপন, কী ভাবে রিডিম করবেন?