গারিনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গত কয়েক বছরে মোবাইল গেমারদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ২০১৯ সালে সারা বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম ছিল এটি। এমনকি গত অক্টোবর মাসেও বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (IOS) উভয় প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে গারিনা ফ্রি ফায়ার মোবাইল গেমটি।
তুলনামূলক কম দামি ফোনগুলিতেও খেলতে পারার জন্য গেমটির এত জনপ্রিয়তা বলে মনে করেন অনেকে। এছাড়া ডেভেলপাররা প্রতিদিনই নতুন কিছু নিউমেরিক কোড যুক্ত করছে এই গেমে। এই কোডগুলির মাধ্যমে বিভিন্ন স্কিন, পেটস, কসমেটিকস ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এর ফলে গেমে জেতার সম্ভাবনা বেড়ে যায়। তাই রোজ সকাল থেকে অনেক ফ্রি ফায়ার গেমার অপেক্ষা করে ফ্রি রিওয়ার্ড কোডগুলি পাওয়ার জন্য।
গারিনা ফ্রি ফায়ারের রিডিম কোডগুলো দেখে নিন:
অতিরিক্ত কিছু কুপন:
গারিনা ফ্রি ফায়ারের রিডিম কোড জেনারেটরগুলি দেখে নিন:
গারিনা ফ্রি ফায়ারের ফ্রি কোড কীভাবে রিডিম করবেন:
১. প্রথমে অফিশিয়াল রিডিম সেন্টারে (https://reward.ff.garena.com/en) ভিজিট করতে হবে।
২. তারপর লগ ইন করার জন্য যে সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটা এন্টার করতে হবে (Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK)
৩. এরপর যেকোনও একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।
৪. এখন স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।
ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। গেমাররা ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।