18 জানুয়ারি থেকে অচল হয়ে যাবে Google Stadia, ফেয়ারওয়েল পার্টির আয়োজন করছেন গেমাররা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 13, 2023 | 7:11 PM

Google Stadia Shut Down: Reddit-এ প্লেয়াররা ‘Stadia Shutdown Party’-র চিন্তাভাবনা করছেন। সেখানে তাঁরা ফাইনাল গেমটি খেলার জন্য প্রিয় গেমিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানাতে একই সময়ে লগইন করবেন, ঠিক যে সময়ে এতদিন পর্যন্ত তাঁরা লগইন করে আসছিলেন।

18 জানুয়ারি থেকে অচল হয়ে যাবে Google Stadia, ফেয়ারওয়েল পার্টির আয়োজন করছেন গেমাররা
বন্ধ হয়ে যাচ্ছে গুগল স্ট্যাডিয়া।

Follow Us

বন্ধ হয়ে যাচ্ছে Google-এর ক্লাউড বেসড গেমিং সার্ভিস Google Stadia। 18 জানুয়ারি থেকে ক্লাউড গেমিং পরিষেবাটি আর ব্যবহার করতে পারবেন না গেমাররা। মূলত জমাটি ব্যবসা করতে পারেনি বলেই Stadia বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Google। আর এমনই একটা সময়ে ব্যবহারকারীদের একটা অংশ যখন প্ল্যাটফর্মের প্রিয় গেমগুলি নিয়ে স্মৃতি রোমন্থন করছেন, আর একটা অংশ ঠিক তেমনই গেমগুলিকে গুডবাই জানাতে ফেয়ারওয়েল পার্টির চিন্তাভাবনা করছেন।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, Google Stadia-কে বিদায় জানাতে ফেয়ারওয়েল পার্টির আয়োজন করেছে Reddit এবং Discord-এর প্লেয়াররা। জানা গিয়েছে, সারা বিশ্বেই প্লেয়ারদের মধ্যে সে ভাবে মনোযোগ আকর্ষণ করতে পারেনি বলেই বন্ধ করে দেওয়া হয়েছে Google Stadia।

Google Stadia বন্ধ হওয়ার কারণে ফেয়ারওয়েল পার্টি

Reddit-এ প্লেয়াররা ‘Stadia Shutdown Party’-র চিন্তাভাবনা করছেন। সেখানে তাঁরা ফাইনাল গেমটি খেলার জন্য প্রিয় গেমিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানাতে একই সময়ে লগইন করবেন, ঠিক যে সময়ে এতদিন পর্যন্ত তাঁরা লগইন করে আসছিলেন। r/Stadia নামক একটি ইভেন্ট এর মধ্যেই ক্রিয়েট করা হয়েছে। সেখানে প্লেয়াররা নিজেদের সাজেশন দিয়েছেন যে, কোন গেমটি খেলে তাঁদের স্ট্যাডিয়া সফর শেষ করবেন। কিছু কিছু প্লেয়ার রেকমেন্ড করেছেন, তাঁরা GRID রেসিং গেমটি খেলবেন। কিছু প্লেয়ার আবার জানিয়েছেন, Red Dead Redemption 2 এবং Watching The Sunrise গেম দুটিতে লগইন করবেন।

অন্যান্য রিপোর্টগুলি থেকে জানা গিয়েছে, অফিসিয়াল Discord সার্ভার একটি ফেয়ারওয়েল পার্টি হোস্ট করছে। যে কোনও প্লেয়ার সেখানে খেলতে এলেই, তাঁদের ওয়েলকাম জানানো হবে।

Google Stadia বন্ধ হয়ে গেলে প্লেয়াররা কী করবেন

অনেক ডেভেলপার তাদের গেমগুলিকে Google Stadia প্লেয়ারদের জন্য অন্যান্য প্ল্যাটফর্মে উপলব্ধ করে দিচ্ছে। এই কাজটা আপনিও করতে পারেন, তাতে আপনার গেমগুলি স্থানান্তর করা বুদ্ধিমানের কাজ হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, Ubisoft সেই সব খেলোয়াড়দের সমস্ত Ubisoft গেমের বিনামূল্যের PC সংস্করণ প্রদান করছে, যাঁরা Stadia থেকে কিনেছেন। আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার Stadia এবং Ubisoft Connect অ্যাকাউন্টগুলি 18 জানুয়ারির আগে লিঙ্ক করা হয়েছে এবং আপনার সমস্ত গেমগুলি আপনার Ubisoft Connect অ্যাকাউন্টে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রদর্শিত হবে।

Next Article