ই এবং ডি, এই দুই সিরিজে লঞ্চ হয়েছে এইচপি ভিক্টাস ১৬ গেমিং ল্যাপটপ।
এইচপি নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে ভারতে। ২৬ জুলাই দেশে লঞ্চ হয়েছে এইচপি ভিক্টাস ১৬ (HP Victus 16) গেমিং ল্যাপটপ। এর মধ্যে রয়েছে লেটেস্ট AMD Ryzen এবং ইন্টেল 11th জেনারেশন প্রসেসর। অন্যদিকে জানা গিয়েছে, এইচপি ভিক্টাস ই সিরিজে রয়েছে AMD Ryzen ৭ প্রসেসর। আর এইচপি ভিক্টাস ডি সিরিজে রয়েছে ইন্টেল কোর আই৭ প্রসেসর। উল্লেখ্য, এইচপি ভিক্টাস ১৬ সিরিজের এই দুই মডেলে রয়েছে Nvidia GeForce RTX 30 series GPU। সেই সঙ্গে রয়েছে হাই রিফ্রেশ রেট যুক্ত ১৬ ইঞ্চির ডিসপ্লে। গত মে মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল HP Victus ১৬ রেঞ্জের গেমিং ল্যাপটপ।
ভারতে এইচপি ভিক্টাস ই এবং ডি সিরিজের দাম
ভারতে এইচপি ভিক্টাস ই সিরিজের গেমিং ল্যাপটপের দাম ৬৪,৯৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ল্যাপটপ কেনা যাবে। পাওয়া যাচ্ছে ‘মাইকা সিলভার’ রঙে।
অন্যদিকে, এইচপি ভিক্টাস ডি সিরিজের গেমিং ল্যাপটপের দাম ৭৪,৯৯৯ টাকা। এই ল্যাপটপ কেনা যাবে রিলায়েন্স ডিজিটাল অনলাইন থেকে। পাওয়া যাচ্ছে নীল রঙে। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন অফলাইন দোকান থেকেও এই ল্যাপটপ কেনা যাবে।
এইচপি ভিক্টাস ই এবং এইচপি ভিক্টাস ডি সিরিজের বিভিন্ন ফিচার
- এইচপি ভিক্টাস ১৬ গেমিং ল্যাপটপের মডেলে রয়েছে উইন্ডোজ ১০। পরবর্তীতে উইন্ডোজ ১১- তে আপডেট করাও সম্ভব।
- ১৬ ইঞ্চির ডিসপ্লেতে র্যেছে ফুল এইচডি রেসোলিউশন, যার রিফ্রেশ রেট ১৪৪Hz। এছাড়াও এই ডিসপ্লেতে রয়েছে ‘আইসেফ লো ব্লু লাইট টেকনোলজি’।
- এই গেমিং ল্যাপটপের অন্তর্ভুক্ত ‘ই সিরিজ’- এ রয়েছে AMD Ryzen 5 5600H অথবা Ryzen 7 5800H প্রসেসর।
- ‘ডি সিরিজ’- এ রয়েছে Intel 11th Gen Core i5-11300H অথবা i7-11800H প্রসেসর।
- ই সিরিজের গেমিং ল্যাপটপে Nvidia এবং AMD GPU- এর মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে Nvidia GeForce RTX 3060 6GB laptop GPU অথবা AMD Radeon RX 5500M GPU- এর অপশন রয়েছে।
- এইচপি ভিক্টাস ডি সিরিজের গেমিং ল্যাপটপের ক্ষেত্রে কেবলমাত্র Nvidia অপশনই রয়েছে। এক্ষেত্রে রয়েছে GeForce RTX 3060 6GB laptop GPU।
- ১৬ জিবি DDR4 র্যাম যা আবার ৩২ জিবি পর্যন্ত আপগ্রেড করা যায়, এই র্যাম রয়েছে এইচপির নতুন গেমিং ল্যাপটপ। স্টোরেজের ক্ষেত্রে রয়েছে সিঙ্গল এসএসডি কনফিগারেশন। এর মধ্যে ৫১২ জিবি পর্যন্ত PCIe Gen4 স্টোরেজ রয়েছে।
- ফাইভ ওয়ে এয়ারফ্লো ডিজাইন রয়েছে এই গেমিং ল্যাপটপে। সঙ্গে রয়েছে বড় সাইজের ভেন্টিলেটর বা ভেন্ট এবং বড় সাইজের ফ্যান। ল্যাপটপ যাতে সহজে গরম না হয় তার জন্যই এই ব্যবস্থা।
- OMEN Gaming HUB সফটওয়্যার এবং Bang & Olufsen স্পিকার সিস্টেম রয়েছে এই গেমিং ল্যাপটপে।
আরও পড়ুন- PS5: ভারতে শুরু হয়েছে সোনির গেমিং কনসোল প্লেস্টেশন ৫-এর প্রিবুকিং