Angry Birds to be Delisted: একটা যুগের অবসান, 23 ফেব্রুয়ারি থেকে ইতিহাসে ঠাঁই Angry Birds গেমের
Angry Birds Get Removed: 2009 সালে যে আসল Angry Birds গেম রিলিজ় করেছিল, তা Google Play Store থেকে ডিলিস্ট করা হচ্ছে, অর্থাৎ সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে গেমটি আর নতুন করে ডাউনলোড করা যাবে না।
Angry Birds News: 23 ফেব্রুয়ারি থেকে একটা যুগের অবসান হতে চলেছে। তার কারণ 2009 সালে যে আসল Angry Birds গেম রিলিজ় করেছিল, তা Google Play Store থেকে ডিলিস্ট করা হচ্ছে, অর্থাৎ সরিয়ে দেওয়া হচ্ছে। খবরটা গত বছরই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু ওরিজিনাল Angry Birds গেম যে কবে নাগাদ বন্ধ করা হবে, তার চূড়ান্ত দিনক্ষণ আমরা তখন জানতে পারিনি। বিশ্বের এক সময়ের সেই জনপ্রিয় গেমই গুগল প্লে স্টোর থেকে সরে যাচ্ছে 23 ফেব্রুয়ারি, 2023-এ। প্রসঙ্গত, অ্যাংরি বার্ডস 2009 সালে লঞ্চ করার পর তা মার্কেট করা হয়েছিল Rovio Classics: Angry Birds নামে।
মঙ্গলবার এই খবরটি টুইট করে জানায় গেমের ডেভেলপার সংস্থা Rovio Entertainment। টুইটে তারা উল্লেখ করে যে, গুগল প্লে স্টোর থেকে গেমটিকে সরিয়ে দেওয়া হচ্ছে। ডেভেলপার সংস্থাটি আরও জানিয়েছে যে, বৃহস্পতিবার থেকেই Angry Birds গেমটিকে আর প্লে স্টোরে দেখা যাবে না। এর অর্থ হল এই গেমটি আর নতুন করে কেউ ডাউনলোড করতে পারবেন না। অন্য দিকে Apple App Store-এ গেমটি ‘Red’s First Flight’ নামে রিনেম করা হয়েছে, যা পরবর্তী রিভিউর অপেক্ষায় রয়েছে।
Please read below for an important announcement regarding the availability of Rovio Classics: Angry Birds. pic.twitter.com/a4n4bU5gQJ
— Rovio (@Rovio) February 21, 2023
তবে এই Original Angry Birds গেমটি এখনও যাঁদের কাছে রয়েছে, তাঁরা এটি খেলতে পারবেন। হ্যাঁ, প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়ার পরেও তা খেলা যাবে। কিন্তু নতুন করে কেউ যদি গেমটিকে ডাউনলোড করতে চান, তাঁরা তা করতে পারবেন না। তাই, আপনি যদি Rovio Classics: Angry Birds ভক্ত হন এবং কোনও কারণে আপনার ফোন থেকে গেমটিকে সরিয়ে ফেলেছিলেন অথবা স্মৃতির সরণিতে হেঁটে পুরনো কথা মনে করতে চান, তাহলে এখনও গেমটি ডাউনলোড করতে পারেন। কারণ, আপনার কাছে এখনও একটা দিন সময় আছে Angry Birds ডাউনলোড করার জন্য।
কিন্তু কী কারণে সরানো হচ্ছে এত দিনের একটা পুরনো গেমকে? এর ব্যাখ্যা করে গেমের ডেভেলপার সংস্থা Rovio Entertainment দাবি করেছে, এই গেমটির জন্য তাঁদের সুবিস্তৃত অন্যান্য গেমস পোর্টফোলিও প্রভাবিত হচ্ছে। এবং তা যে ব্যবসার দিক থেকেই, সে বিষয়টিও পরিষ্কার করেছে ডেভেলপার সংস্থাটি। প্রসঙ্গত, সংস্থার কাছে এই মুহূর্তে বিস্তৃত গেম রেঞ্জের মধ্যে রয়েছে অ্যাংরি বার্ডস 2, অ্যাংরি বার্ডস ড্রিম ব্লাস্ট, অ্যাংরি বার্ডস ফ্রেন্ডস, অ্যাংরি বার্ডস জার্নি, অ্যাংরি বার্ডস রিলোডেড এবং অ্যাংরি বার্ডস মাইনক্রাফ্ট।