PS5 India Restock: এক মাসের ব্যবধানে তৃতীয় বার, 10 মার্চ থেকে ভারতে ফের PlayStation 5 অর্ডারের সুযোগ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 09, 2023 | 12:45 AM

Sony India-র পক্ষ থেকে জানানো হয়েছে, 10 মার্চ, 2023, PlayStation 5 রিস্টক করা হবে। সে দিন ঠিক দুপুর 12টা থেকে অর্ডার নেওয়া শুরু হবে। এখন কতক্ষণ সেই স্টক থাকবে, তা একমাত্র 10 মার্চই আন্দাজ করা যেতে পারে।

PS5 India Restock: এক মাসের ব্যবধানে তৃতীয় বার, 10 মার্চ থেকে ভারতে ফের PlayStation 5 অর্ডারের সুযোগ
ফের ভারতে PS5 প্রি-অর্ডার করার সুযোগ।

Follow Us

PS5 রিস্টকের দিন ঘোষণা করল Sony। আগের রিস্টক শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে এই নতুন দিন ঘোষণা করা হল। ভারতে পরবর্তী PS5 Restock পাওয়া যাবে মার্চের 10 তারিখে। সম্প্রতি দেশে একাধিক PlayStation 5 রিস্টক হয়েছে। আর সেখান থেকেই ইঙ্গিত মিলেছে যে, আগের তুলনায় এখন আরও বেশি ইউনিট চলে এসেছে কোম্পানির কাছে। 2020 সালে ভারতে প্রথম PS5 নিয়ে আসা হয়েছিল। তারপর থেকে এই প্রথম এতবার রিস্টক করা হল। তার মধ্যে গত মাসেই পরপর দু’বার PS5 Restock করা হয়েছিল। বর্তমানে গেমিং কনসোলটি লোকাল স্টোরগুলিতে বিক্রি করা হচ্ছে, যা PS5 ভক্তদের জন্য সত্যিই সুখবর। এর অর্থ হল, ভারতে PS5 কেনার প্রক্রিয়াটি আগের থেকে অনেকটাই সহজ করা হয়েছে।

PS5 India Restock: কবে, কখন পাওয়া যাবে

Sony India-র পক্ষ থেকে জানানো হয়েছে, 10 মার্চ, 2023, PlayStation 5 রিস্টক করা হবে। সে দিন ঠিক দুপুর 12টা থেকে অর্ডার নেওয়া শুরু হবে। এখন কতক্ষণ সেই স্টক থাকবে, তা একমাত্র 10 মার্চই আন্দাজ করা যেতে পারে।

PlayStation 5: ভারতে দাম কত?

খুব সম্প্রতি ভারতে Sony PS5-এর দাম বাড়ানো হয়েছে। PS5 ডিজিটাল এডিশনের দাম এখন 44,990 টাকা এবং PS5 ডিস্ক ভার্সনের দাম 54,990 টাকা। অন্য দিকে PS5 God of War Ragnarok Bundle-এর দাম এখন ভারতে 59,390 টাকা।

PlayStation 5: ভারতে কোথায় কিনতে পাওয়া যাবে?

রিস্টক শুরু হওয়ার পর অনলাইনে ShopAtSC, GamesTheShop, Amazon, Flipkart, Vijay Sales, Croma এবং Reliance Digital থেকে প্লেস্টেশন 5 কিনতে পারবেন কাস্টমাররা। 10 মার্চ দুপুর 12টা থেকে গেমিং কনসোলটি এই সব অনলাইন স্টোরগুলি থেকে প্রিঅর্ডার করতে পারবেন কাস্টমাররা। কিন্তু PS5-এর স্টক যেহেতু খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই কাস্টমারদের আর একটু আগেই প্ল্যাটফর্মগুলিতে লগইন করা উচিত, যাতে 12টা বাজলেই তড়িঘড়ি অর্ডার করা যায়। তবে আপনি যদি এবারেও মিস করে যান, তাহলে চিন্তা করবেন না। কারণ, এ মাসের শেষে বা পরের মাসে আবারও রিস্টক নিয়ে আসবে সনি। এখন আপনি স্থানীয় দোকান এবং ইলেকট্রনিক্স স্টোরগুলিতেও গেমিং কনসোলটি পেয়ে যেতে পারেন।

PlayStation 5: স্পেসিফিকেশন

2020 সালে Sony PS5 এবং PS5 ডিজিটাল এডিশন লঞ্চ করেছিল। এর স্ট্যান্ডার্ড এডিশনে রয়েছে Blu-Ray ডিস্ক ড্রাইভ, ডিজিটাল এডিশনে কিন্তু তা নেই। দুটি মডেলের মধ্যে এটাই তফাত। PS5-এ একটি অক্টা-কোর প্রসেসর, যা Zen 2 আর্কিটেকচারের উপরে ভিত্তি করে নির্মিত। এর ক্লক স্পিড 10.28 TFLOPS এবং গ্রাফিক্সের জন্য রয়েছে AMD RDNA 2 GPU। কনসোলটিতে 825GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং 16GB পর্যন্ত GDDR6 RAM দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনি কনসোলটির সঙ্গে NVMe SSD ব্যবহার করতে পারেন স্টোরেজ বাড়িয়ে নেওয়ার জন্য।

Next Article