Razer Edge: এসে গেল হ্যান্ডহেল্ড 5G সক্রিয় ক্লাউড গেমিং কনসোল, ফিচার কেমন?
Razer Edge 5G আপাতত লঞ্চ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটের জন্য। সে দেশে এই ডিভাইসের দাম 399 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 32,884 টাকা। তবে ভারতে এটি কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Cloud Gaming Console: ক্লাউড হ্যান্ডহেল্ড গেমিং কনসোল চালু করল Razer নামক একটি সংস্থা। Qualcomm এবং Verizon-এর সহযোগিতায় তৈরি হয়েছে নতুন এই ডিভাইসটি। মূলত ভালভের স্টিম ডেকের সঙ্গে টক্কর দেওয়ার জন্যই ডিজ়াইন করা হয়েছে নতুন গেমিং কনসোলটি। Razer Edge 5G কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন G3x প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে।
Razer Edge 5G-তে 144 Hz রিফ্রেশ রেট এবং 2400×1080 রেজোলিউশন সহ একটি 6.8-ইঞ্চি FHD+ AMOLED টাচস্ক্রিন রয়েছে। হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসটিতে 8GB LPDDR5 মেমোরি এবং 128GB স্টোরেজ রয়েছে। Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ডিভাইস। Razer Edge 5G Wi-Fi 6E, Bluetooth 5.2 এবং Sub 6 এবং mmWave Verizon 5G সাপোর্ট করবে।
নেটিভ অ্যান্ড্রয়েড গেমগুলি ছাড়াও ডিভাইসটি এপিক গেমস লঞ্চারের মতো প্রি-ইনস্টল করা লঞ্চারগুলি সাপোর্ট করবে। সেই সঙ্গে এক্সবক্স ক্লাউড গেমিং বিটা, এনভিডিয়া জিফোর্স নাও এবং রিমোট প্লে বিকল্পগুলির মতো ক্লাউড গেমিং পরিষেবাগুলিও সাপোর্ট করবে। পাশাপাশি স্টিম লিঙ্ক, মুনলাইট, পারসেক এবং এক্সবক্সের মতো পিসি লাইব্রেরিতে অ্যাক্সেসেরও অনুমতি দেয় এটি।
Razer Edge 6G Razer-এর Kishi V2 Pro ডিটাচেবল কন্ট্রোলারের সঙ্গে পেয়ার করা হয়েছে। এটি স্মার্টফোনের জন্য Kishi V2 কন্ট্রোলারের মতো একই ক্ষমতা অফার করে। কিন্তু রেজ়ার হাইপারসেন্স হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তি এবং একটি 3.5 মিমি অডিও পোর্ট যোগ করে। Kishi V2-তে মাইক্রোসুইচ বাটন, অ্যানালগ ট্রিগার এবং প্রোগ্রামেবল ম্যাক্রো রয়েছে। গেমিং ডিভাইসটির ওজন প্রায় 263 গ্রাম এবং কন্ট্রোলার ছাড়া প্রায় 400 গ্রাম হবে।
দীর্ঘ দিন ধরে নিন্টেন্ডো’স সুইচ হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসগুলির এই সেগমেন্টে দাপট দেখিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক কালে আরও শক্তিশালী হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের আগমন ঘটেছে। তার মধ্যে কিছু যেমন স্টিম ডেকের মতো, যেগুলি AAA গেমিং শিরোনাম খেলতেও সক্ষম। চলতি বছরের অগস্টে কম্পিউটার পেরিফেরাল জায়ান্ট Logitech ঘোষণা করেছে, তারা টেনসেন্টের সঙ্গে জুটি বেঁধে নিজস্ব হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস চালু করতে চলেছে।
Razer Edge 5G আপাতত লঞ্চ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটের জন্য। সে দেশে এই ডিভাইসের দাম 399 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 32,884 টাকা। তবে ভারতে এটি কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।