5

Battlegrounds Mobile Open Challenge: নিয়ম না মেনে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ওপেন চ্যালেঞ্জ থেকে ছিটকে গেল ৪১টা দল

BGMI Latest Update: বিজিএমআই ওপেন চ্যালেঞ্জ থেকে মাঝপথে ছিটকে গেল মোট ৪১টি দল। নিয়ম না মানার জন্যই তাদের বাদ দেওয়া হয়েছে। কোন কোন দল বাদ গিয়েছে, দেখে নিন।

Battlegrounds Mobile Open Challenge: নিয়ম না মেনে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ওপেন চ্যালেঞ্জ থেকে ছিটকে গেল ৪১টা দল
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 11:53 PM

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ওপেন চ্যালেঞ্জের (Battlegrounds Mobile Open Challenge) দ্বিতীয় পর্যায়টি শুরু হয়ে গিয়েছে। এই স্টেজে ইন-গেম কোয়ালিফায়ারদের মধ্যে মোট ৫১২টি দল জায়গা করে নিয়েছে। মোট চারটি রাউন্ডে খেলা হবে, চলবে ১৫ মে পর্যন্ত। রেজিস্ট্রেশনের আগেই ক্রাফ্টন-এর তরফ থেকে একটি ডিটেলড রুলবুক নিয়ে আসা হয়েছিল। আর সেই রুলবুকের যাবতীয় নিয়ম বিএমওসি-তে অংশগ্রহণকারী প্রতিটি দলকে অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে। এর মধ্যে ৪১টি দলের খোঁজ পেয়েছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India), যারা ওই নিয়মগুলি মানেনি। আর সেই কারণেই ওই ৪১টি দলকে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ওপেন চ্যালেঞ্জ থেকে ছিটকে যেতে হল। যে ৪১টি দল বিএমওসি থেকে ছিটকে গিয়েছে, তাদের সম্পূর্ণ তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

১) ওন্ট ফরগিভ

২) আনস্টপেবল ভেটেরানস

৩) অফিসিয়ালএক্সিনা

৪) রাইসিং এলড্রাগো

৫) ইনঅ্যাক্সঅফিসিয়াল

৬) ইউআইএক্সভিসিইউ

৭) এবেল ইস্পোর্টস

৮) ইএলএফএক্সআরফোরজি

৯) টিম স্ট্রাহোয়াটস

১০) অপরচুনিটি উস্পোর্টস

১১) জ়িরো পেশেন্স

১২) ওআরবি অফিসিয়ালস

১৩) আইএনএফ

১৪) নো লিমিটস অফিসিয়াল

১৫) অপ্টিক্যাল ইন্ডিয়া

১৬) ড্র্যাগনএক্স২৪৭

১৭) ইউডিটি ইস্পোর্টস

১৮) টিম ডাইনো

১৯) রাইজ়িং ডিকেডস অফ জেন

২০) ওয়ার্ক অফিসিয়ালস

২১) টিম জ়েন

২২) ড্রিমার্স

২৩) ওএস রেট্রিবিউশন

২৪) ওয়ানএসজি

২৫) টিম কংকারার্স

২৬) টিন গোল্ড

২৭) ডার্কস্কাইজ়

২৮) টিম আউটসেট

২৯) ইএসআর ইস্পোর্টস

৩০) ওএস ইস্পোর্টস

৩১) আইজ্যাক

৩২) লিক্যুইড গেমিং

৩৩) লিএফএক্স

৩৪) চ্যাম্পিয়ন পেঙ্গুইন টিম

৩৫) এমসিওয়াইএস

৩৬) রাইজ়িং টাইডস

৩৭) স্ট্রেঞ্জ ইস্পোর্টস

৩৮) র অ্যাগ্রেশন

৩৯) ০০০ ওয়ালা টিম

৪০) আইওয়াইডি রেট্রিবিউশন

৪১) টিম আলটিমা

হ্যাকারদের ঠেকাতেও কড়া বিজিএমআই

হ্যাকিং বন্ধ করতেও একাধিক উদ্যোগ নিয়েছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ডেভেলপার ক্রাফ্টন। বিজিএমআই লঞ্চের পর বহু ইস্পোর্টস প্লেয়ার এবং ভক্তরা অভিযোগ করেছেন যে, এই গেম যেন হ্যাকারদের জায়গা হয়ে উঠেছে। আর সেই কারণেই প্রতারণা-বিরোধী পদক্ষেপ গ্রহণে অতি তৎপর ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। বিজিআইএস ২০২১-এর সময়েও এই একই কারণেই একাধিক টিমকে ব্যান করা হয়েছিল। প্রায় প্রতি সপ্তাহেই একপ্রকার নিয়ম করে অ্যান্টি-চিট রিপোর্ট পাবলিশ করে বিজিএমআই ডেভেলপাররা। আর সেখানেই উল্লেখ করা হয়, মাসে মোট কতজন প্রতারককে গেম থেকে তাড়ানো হয়েছে।

আরও পড়ুন: স্কোয়্যার এনিক্স এখন নিউ স্টেট মোবাইলের পার্টনার, NieR থিমের কন্টেন্ট দেখতে পাবেন প্লেয়াররা

আরও পড়ুন: কল অফ ডিউটি মোবাইলের নতুন সিজ়ন আসছে, ওয়াইল্ড ডগ আপডেট সম্পর্কে যা জানা জরুরি

আরও পড়ুন: আপনার ফোন থেকে বাংলায় বিজিএমআই কমিক্স কী ভাবে পড়বেন? এখনই জেনে নিন