ভারতে এবার আসতে চলেছে ইলেকট্রিক ট্রাক। সৌজন্যে জার্মানির সংস্থা Daimler। ভারী পণ্যবাহী ট্রাক এবং বাস তৈরির ক্ষেত্রে এই জার্মান সংস্থা দীর্ঘদিন ধরে বিশ্ব বিখ্যাত। এবার তারাই ভারতে আনতে চলেছে ইলেকট্রিক ট্রাক।
আগামী বছর অর্থাৎ ২০২১ সালে ‘ফিউচার মবিলিটি’ নামে একটি নতুন উদ্যোগ শুরু করতে চলেছে এই জার্মান কোম্পানি। ইতিমধ্যেই এই অটো-জায়ান্ট মিডিয়াম এবং হেভি ট্রাক আর বাস তৈরি করেছে ‘ভারত বেঞ্জ’ এবং ‘ফুসো (Fuso)-এই দুই ব্র্যান্ডের অধীনে। এবার পালা ইলেকট্রিক ট্রাকের। ২০২১ সালের ‘ফিউচার মবিলিটি’ প্রকল্পের আওতায় ভারতের বাজারে এই ইলেকট্রিক ট্রাক আনতে চলেছে A Daimler India Commercial Vehicle (DICV)। আগামী দিনে সমস্ত পরিকল্পনাও ছকে ফেলেছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন- বিশ্বের বৃহত্তম ই-স্কুটার তৈরির কারখানা হবে ভারতে, তামিলনাড়ু সরকারের সঙ্গে মউ স্বাক্ষর ওলার
গত সপ্তাহে ফিকি-র বার্ষিক অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছিলেন যে মার্সিডিজ বেঞ্জের ডিরেক্টরের সঙ্গে তাঁর কথা হয়েছে। আলোচনায় জানা গিয়েছে যে তারা ভারতে ইলেকট্রিক ট্রাক লঞ্চ করার পরিকল্পনা করছে। বিলাসবহুল গাড়ি তৈরিতে বরাবরই প্রসিদ্ধ মার্সিডিজ বেঞ্জ। এই সংস্থা জার্মানির Daimler-র অন্তর্গত। Daimler-এর কমার্শিয়াল ভেহিকেল অর্থাৎ ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত গাড়ি (ট্রাক, মিডিয়াম ট্রাক) এবং কিছু বাসের ক্ষেত্রে মার্সিডিজের লোগো-ও ব্যবহার করা হয়।
এমনিতেই ভারত সরকার অনেকদিন ধরে তেল আমদানীতে হ্রাস টানতে চাইছে। তার পাশাপাশি দেশকে ইলেকট্রিক গাড়ি তৈরির হাব বানাতে চাইছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে জার্মান সংস্থা Daimler-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে এমনিতেও ২০২১-এই স্বয়ংসম্পূর্ণ ইলেকট্রিক ট্রাক লঞ্চ করতে চলেছে এই সংস্থা। তারপরই ভারতে ব্যবসা বাড়ানোর দিকে নজর দেবে তারা।
ভারতে ইলেকট্রিক বাস অবশ্য চালু হয়েছে। নতুন বছরে ই-স্কুটারও আনছে ওলা। তামিলনাড়ুতে কারখানাও করবে তারা। এবার পরিবহণের ক্ষেত্রে আরও একটি নতুন উদ্যোগে সামিল হল ভারত। আসতে চলেছে ইলেকট্রিক ট্রাক।