এবার নয়া রূপে গুগল ম্যাপ! ফিরছে কম্পাস, করা যাবে সরাসরি অনলাইন শপিংও

aryama das |

Apr 02, 2021 | 6:14 PM

গুগল ম্য়াপ নিযে অভিযোগের অন্ত নেই। এরই মধ্য়ে নয়া অবতারে প্রকাশ পেতে চলেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি। কম্পাসের গঠনপ্রকৃতি ছাড়াও আরও নতুন কিছু ফিচার যোগ করেছে গুগল, যা আপনার দৈনন্দিন কাজেও সাহায্য করবে। দেখুন সেগুলি...

এবার নয়া রূপে গুগল ম্যাপ! ফিরছে কম্পাস, করা যাবে সরাসরি অনলাইন শপিংও
প্রতীকী ছবি

Follow Us

অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য এবার সুখবর নিয়ে এল গুগল। ২০১৯ সালে বন্ধ করে দেওয়ার পর ফের চালু হতে চলেছে কম্পাস ফিচার। একেবারে নয়া রূপে। গুগল এদিন ঘোষণা করেছে, কম্পাস ছাড়াও ম্যাপের নতুন ফিচারও আসতে চলেছে দ্রুত। তাই অচেনা জায়গায় নতুন পথ খুঁজতে গুগল ম্যাপ নিয়ে আর সংশয় প্রকাশ করতে হবে না।

বেশ কয়েকবছর ধরেই গুগল ম্যাপ নিয়ে অভিযোগ করে আসছিলেন ইউজাররা। বিশেষ করে কম্পাসের নির্ভরযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করে। ইউজারদের অভিযোগের ভিত্তিতেই ম্যাপের ফিচার বন্ধ করে দিয়েছিল গুগল। সম্প্রতি জানানো হয়েছে, গুগল ম্যাপ অ্যাপ ডাউনলোড করার পর অ্যান্ড্রোয়েড ফোনের ডানদিকে একটি লাল রঙের তীরচিহ্ন হিসেবে কম্পাসটিকে দেখা যাবে। যেকোনও গন্তব্যের নেভিগেশন দেখনোর সঙ্গে সঙ্গে কম্পাসটিও পাশে দেখা যাবে। ফোনের মধ্যে ম্যাপের নেভিগেশন যেমন যেমন হবে, তেমন তেমনভাবে লাল কম্পাসটিও ঘুরবে।

গুগল আরও ঘোষণা করেছে, ম্যাপের নয়া ফিচারে থাকছে নতুনের ছোঁয়া। ইন্ডোর এআর নেভিগেশন। যার সাহায্যে আপনি বিমানবন্দর, শপিং মল, ট্রানসিট স্টেশনের ইন্ডোরের ম্যাপ দেখতে পারবেন। এছাড়া এলাকার আবহাওয়া ও এয়ার কোয়ালিটির তথ্য পাওয়া ম্যাপেই। এখানেই শেষ নয়, থাকছে গ্রোসারি পিকআপ ইন্টেগ্রেশনও। ম্যাপের সাহায্যে গ্রোসারি স্টোরসও দেখতে পাওয়া যাবে। অনলাইনে সরাসরি অর্ডার দিতে পারবেন। সুবিধামতো ডেলিভারি ও পিকআপের জায়গা সেডিউলও করতে পারবেন সহজেই।

Next Article