ভারতের বাজার ধরতে ফের আসছে পিয়াজিয়ো! নয়া মডেলটি দেখেছেন?

aryama das |

Apr 02, 2021 | 7:34 PM

ডিসেম্বরেই সাড়া ফেলেছিল পিয়াজিয়োর এপ্রিলিয়ার এসএক্সআর ১৬০ স্কুটার। ফের একবার ভারতীয় বাজারকে ধরতে নয়া অবতারে Aprilia SXR 125 স্কুটার আনতে চলেছে এই ইতালিয় সংস্থা। দেখে নিন নতুন মডেলের স্কুটারে কী কী ফিচার রয়েছে...

ভারতের বাজার ধরতে ফের আসছে পিয়াজিয়ো! নয়া মডেলটি দেখেছেন?
ইতালিয় সংস্থা পিয়োজিয়োর নয়া মডেল Aprilia SXR 125

Follow Us

পয়সা বৈশাখে নতুন গাড়ি কেনার ইচ্ছে রয়েছে? তাহলে একদম নতুন ধরণের স্কুটার কিনে পরিবার বা বন্ধুদের চমক দিতে প্রি-বুক করতে পারেন পিয়াজিয়োর নয়া মডেল এপ্রিলিয়া এসএক্সআর ১২৫।শুক্রবার এই ইতালিয় প্রিমিয়াম স্কুটার সংস্থাটি জানিয়েছে, এসএক্সআর রেঞ্জের স্কুটার, Aprilia SXR 125, ভারতের বাজারে চমক দিতে প্রস্তুত। প্রি-বুকিংয়ের জন্য মাত্র ৫ হাজার টাকা পকেট থেকে বের করলেই নতুন মডেলের স্কুটার আপনার। সংস্থার ডিজিটাল রিটেল স্টোরে বা সংলগ্ন পিয়াজিয়ো ইন্ডিয়ার ডিলারশিপে বুকিং করা যাবে।

গত ডিসেম্বরেই ইতালিয় সংস্থাটি Aprilia SXR 160 স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে। পিয়াজিয়ো ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি জানিয়েছেন, এপ্রিলিয়ার অভিজ্ঞতা নিতে এবার আর অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। প্রি-বুক করে এই নয়া মডেলের স্কুটার ঘরে নিয়ে যেতে পারবেন অনায়াসেই।

প্রসঙ্গত, শুধুমাত্র ভারতের জন্য পিয়াজিয়ো প্রথম Aprilia SXR 160 স্কুটারের মডেল তৈরি করে। ফের একবার লাভের মুখ দেখতে নয়া দর্শনে মোড়া এক্সক্লুসিভ স্কুটার লঞ্চ করা কথা ভেবেছে এই বিদেশি সংস্থাটি। সেই পরিকল্পনারই ফলপ্রসু হল Aprilia SXR 125। এদিন সাংবাদিক বৈঠকে সংস্থার চেয়ারম্যান আরও জানান, শুধু প্রি-বুকিংয়ের অফারেই থেমে থাকবে না সংস্থা, SXR 125 মডেল লঞ্চের জন্যও জোরকদমে প্রস্তুতি চলছে।

কী কী ফিচার রয়েছে Aprilia SXR 125 স্কুটারে, জেনে নিন এখানে…

– এলইডি হেডলাইটস, এলইডি টেইল লাইটস, ফুল ডিজিটাল ক্লাস্টার, ব্লুটুথ মোবাইল কানেকটিভিটি অপশন, আরামদায়ক বসার জায়গা, ১২৫ সিসি বিএসভিআই, তিনটি ভালভযুক্ত জ্বালানি ইনজেকশন ক্লিন ইমিশন ইঞ্জিন টেকনোলজি, সিবিএস-যুক্ত ডিস্ক ব্রেক, এপ্রিলিয়া গ্রাফিক্সের সিগনেচার লুক।

Next Article