Full HD ভিডিয়ো কল করতে পারবেন Google Meet-এ, চলে এল নতুন আপডেট

Google Meet Features: Google Meet-এ একটি নতুন আপডেট চালু করেছে, যাতে ব্যবহারকারীরা এখন 1080p-এ ভিডিয়ো কল করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক উচ্চ মানের ভিডিয়ো কল কীভাবে করতে পারবেন?

Full HD ভিডিয়ো কল করতে পারবেন Google Meet-এ, চলে এল নতুন আপডেট
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 5:23 PM

Google Meet New Update: Google Meet একটি জনপ্রিয় ভিডিয়ো কলিং প্ল্য়াটফর্ম। করোনার পর থেকে এই অ্যাপটির জনপ্রিয়তা বিপুল পরিমানে বেড়েছে। কিন্তু এতদিন পর্যন্ত ভিডিয়ো কলে উন্নত মানের কোয়ালিটি পাওয়া যেত না। কিন্তু এবার আপনি এই অ্যাপে Full HD ভিডিয়ো কল করতে পারবেন। Google Meet-এ একটি নতুন আপডেট চালু করেছে, যাতে ব্যবহারকারীরা এখন 1080p-এ ভিডিয়ো কল করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক উচ্চ মানের ভিডিয়ো কল কীভাবে করতে পারবেন?

Google ঘোষণা করেছে, Google Meet ব্যবহারকারীরা এখন 1080p ভিডিয়ো কলিং অপশন পেয়ে যাবেন। এতে ফুল এইচডি ভিডিয়ো কলিং উপভোগ করতে পারবে। আগে এটি 720 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এর জন্য আপনার পিসিতে ফুল এইচডি রেজুলেশনের ক্যামেরা থাকতে হবে। এই ফিচারটি শুধুমাত্র ওয়েবে Google Meet-এর জন্য চালু করা হয়েছে।

একটি Google ব্লগ পোস্ট অনুসারে, ব্যবহারকারীরা এখন Google Meet-এর সেটিংস মেনুতে তাদের ভিডিয়োর মান 1080p এ সেট করতে পারবেন। ফিচারটিটি ডিফল্টরূপে বন্ধ করা হবে। আপনি যখনই কোনও মিটিং-এ যুক্ত হবেন, তখনই ফিচার অটোমেটিক চালু হয়ে যাবে। গুগল তার ব্লগ পোস্টে বলেছে যে, ব্যবহারকারীদের অবশ্যই একটি 1080p ক্যামেরা সহ একটি কম্পিউটার এবং একটি মিটিংয়ে ফিচারটি ব্যবহার করার জন্য পর্যাপ্ত কম্পিউটার থাকতে হবে।

শুধুমাত্র এই ব্যবহারকারীরাই সুবিধা পাবেন:

Google Meet-এ 1080p ভিডিয়ো বিকল্পটি বর্তমানে Google Workspace বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্টার্টার, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস এবং অন্যান্য সহ Google Workspace-এর অর্থপ্রদানকারী ব্যবহারকারীরাই পাবেন। 2TB বা তার বেশি স্টোরেজ স্পেস আছে এমন Google One গ্রাহকরাও এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। নতুন ফিচারটিতে Google Workspace Essentials, Business Standard, Education Fundamentals, Frontline, Nonprofit, G Shoots Basic এবং আরও অন্য ব্যবসায়িক ব্যবহারকারীদের বিশেষ সুবিধা হতে চলেছে। কারণ শুধু তারাই এই আপডেট ব্যবহার করতে পারবেন। যাদের ব্যক্তিগত Google অ্যাকাউন্ট আছে তারা এই Full HD ভিডিয়ো কলের অপশনটি পাবেন না।