AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GPay থেকে মোবাইল রিচার্জে অতিরিক্ত 3 টাকা ফি, চিন্তায় গ্রাহকমহল

GPay Mobile Recharge Free: একজন ব্যবহারকারীই মোবাইল রিচার্জ করার পরে গুগল পে-এর এই 3 টাকা চার্জ করার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন। Google Pay থেকে তিনি Reliance Jio-র 749 টাকার প্ল্যানটি রিচার্জ করেছিলেন। তারপরই খেয়াল করেন, কনভিনিয়েন্স ফি হিসেবে 3 টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যবহারকারীর তরফে দেওয়া সেই স্ক্রিনশটই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

GPay থেকে মোবাইল রিচার্জে অতিরিক্ত 3 টাকা ফি, চিন্তায় গ্রাহকমহল
হ্যাঁ, গুগল পে থেকে রিচার্জ করতে গেলে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে।
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 4:15 PM
Share

Google Pay ব্যবহার করে যাঁরা মোবাইল রিচার্জ করেন, তাঁদের এবার থেকে 3 টাকা চার্জ করা হবে। এতদিন পর্যন্ত GPay-র UPI পেমেন্ট সিস্টেম ব্যবহার করে মোবাইল রিচার্জেকর জন্য ব্যবহারকারীদের কোনও বাড়তি টাকা খরচ করতে হত না। সেই জায়গায় প্রতিযোগী অন্যান্য UPI পেমেন্ট অ্যাপগুলি অর্থাৎ Paytm এবং PhonePe মোবাইল রিচার্জের জন্য ব্যবহারকারীদের কাছে টাকা চার্জ করত। প্রতিযোগীদের দেখাদেখি এবার সেই পথেই হাঁটছে Google-এর পেমেন্ট পরিষেবা।

তবে এ বিষয়ে Google এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। একজন ব্যবহারকারীই মোবাইল রিচার্জ করার পরে গুগল পে-এর এই 3 টাকা চার্জ করার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন। Google Pay থেকে তিনি Reliance Jio-র 749 টাকার প্ল্যানটি রিচার্জ করেছিলেন। তারপরই খেয়াল করেন, কনভিনিয়েন্স ফি হিসেবে 3 টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যবহারকারীর তরফে দেওয়া সেই স্ক্রিনশটই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, UPI এবং কার্ড ট্রানজ়াকশন দুই ক্ষেত্রেই এই টাকা চার্জ করা হচ্ছে।

টিপস্টার মুকুল শর্মা এই বিষয়ে X প্ল্যাটফর্মে আরও কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, 100 টাকার কম খরচের কোনও রিচার্জ প্ল্যানে এই ফি চার্জ করা হচ্ছে না। 100 টাকা 200 টাকা পর্যন্ত রিচার্জ এবং 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত রিচার্জের ক্ষেত্রে 1 টাকা থেকে 2 টাকা পর্যন্ত চার্জ করা হবে। একমাত্র 300 টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে 3 টাকা চার্জ করা হচ্ছে।

Google সম্প্রতি ভারতে তাদের ব্যবহারকারীদের জন্য পরিষেবার শর্তাবলী আপডেট করেছে। মোবাইল রিচার্জের ক্ষেত্রে এই ফি চার্জ করার বিষয়টি তারই অঙ্গ বলে মনে করা হচ্ছে। যদিও এই সংযোজনটি 10 নভেম্বরের আপডেটের অংশ কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। শর্তাবলীতে বলা হয়েছে, যে কোনও লেনদেন সম্পূর্ণ করার আগে ব্যবহারকারীদের একটা ফি সম্পর্কে অবহিত করা হবে। সেখানে এ-ও উল্লেখ করা হয়েছে যে, কোম্পানির বিবেচনার ভিত্তিতে সেই ফি নির্ধারিত হবে।

এই খবরটি সামনে আসতেই আমরাও Google Pay থেকে মোবাইল রিচার্জ করেছিলাম। Airtel এবং Jio দুই টেলিকম সংস্থারই প্ল্যান রিচার্জের সময় আমাদের কাছে কোনও অতিরিক্ত চার্জ করা হয়নি। সেই কারণেই মনে করা হচ্ছে, একমাত্র অপারেটরের ওয়েবসাইট থেকে রিচার্জ করলেই 3 টাকার অতিরিক্ত ফি এড়াতে পারেন ব্যবহারকারীরা।