পলিগ্রাফ টেস্ট! আরজি কর কাণ্ডের সুবাদে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে এই একটি শব্দবন্ধ। পলিগ্রাফ টেস্ট বা অনেকে এটিকে ‘লাই ডিটেকটর টেস্ট’ বলেন। ‘লাই ডিটেকটর টেস্ট’ বা পলিগ্রাফ টেস্ট ঠিক কী, কী ভাবে করা হয় এই পরীক্ষা তা নিয়ে ইতিমধ্যেই বিশদে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে টিভি৯ বাংলা ডিজিটালে।
তবে এতো গেল অন্য বিষয়। আসলে কম-বেশি অনেকেই জানেন, এই টেস্ট করা হয় কেউ সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন তা নির্ধারণ করার জন্য। তবে আপনি কি জানেন কেবল পুলিশ বা গোয়েন্দাদের প্রয়োজনে ডাক্তাররাই প্রকৃত পক্ষে এই পরীক্ষা করার অধিকারী হলেও, আপনি চাইলে মজা করে এই টেস্ট করতে পারেন স্মার্ট ফোন থেকেও! গুগল প্লে স্টোরে গিয়ে ‘লাই ডিটেকটর’ লিখলে একাধিক অ্যাপ পেয়ে যাবেন এই সম্পর্কিত। ইচ্ছা হলে মজার ছলে সেই অ্যাপে গিয়েই কাউকে পরীক্ষা করে দেখাতেও পারেন।
একটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। এবার এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে মাইক ব্যবহার করার অনুমতি দিতে হবে, এবং রেকর্ড করার অনুমতি দিতে হবে।
এই বার আপনার বন্ধুকে বোকা বানাতে তাঁকে কোনও একটি প্রশ্ন করুন। সেই উত্তর রেকর্ড করুন। যখন স্ক্রিনে ‘অ্যানালাইজিং’ লেখা দেখাবে তখন ‘ভলিউম আপ’ বা ‘ভলিউম ডাইন’ যে কোনও একটি বোতাম চুপিসারে টিপে দিন। যদি ‘আপ’ বোতাম টেপেন তাহলে উত্তর ‘ট্রুথ’ আসবে এবং ‘ডাউন’ বোতাম টিপলে স্ক্রিনে ‘লাইং’ অর্থাৎ ভুল দেখাবে।
আরেকটি অ্যাপ আবার প্লেস্টোর ডাউনলোড করার পর প্রয়োজনীয় পারমিশন চেয়ে নেয়। এরপর এখানে বন্ধুকে প্রশ্ন করার সময় তাঁর আঙুলটি মোবাইলের স্ক্রিনে ছুঁইয়ে রাখতে হয়। টানা ৫ সেকেন্ড ছুঁইয়ে রাখতে হয় আঙুল। এর ফলে মোবাইলের স্ক্রিন ৫ বার ভাইব্রেট করবে। এবার মজার ছলে প্রশ্ন করুন। মনে রাখবেন প্রত্যেক ৫ সেকেন্ড অন্তর পরীক্ষার যে ফল আসবে তাতে প্রথমে ‘লাই’ এবং পরের বার ‘ট্রুথ’ এই ক্রমে আসবে।
এই ধরনের অজস্র অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন মোবাইল ঘাঁটলেই। তাই বন্ধুদের সঙ্গে মজা করতে চাইলে এই ধরনের অ্যাপ কিন্তু হতেই পারে আপনার সঙ্গী।
তবে একটি কথা, এই সব অ্যাপের নির্ভরযোগ্যতা যাচাই করে দেখেনি টিভি৯ বাংলা। অনেক সময় এই সব অ্যাপে যে ধরনের অনুমতি চাওয়া হয়, তা ‘অ্যালাউ’ করলে আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে বা নিরাপত্তাজনিত অন্য আশঙ্কা তৈরিরও সম্ভবনা থাকে। আপনার ব্যক্তিগত তথ্যও অন্য কারও হাতে চলে যেতে পারে। তাই সাবধান! মজা করতে গিয়ে তা যেন শেষে সাজায় না পরিণত হয়, সেই বিষয়ে সতর্ক থাকুন।