Train Ticket Booking Online: ট্রেনের টিকিট বুকিংয়ে ঝক্কি পোহানোর দিন শেষ, আজই করে নিন এই কাজ

How To Book Train Ticket Online: অনেকে মনে করেন অনলাইনে ট্রেনের টিকিট বুক করা খুব ঝামেলার কাজ। কিন্তু আপনার এই ধারণা ভাঙতে চলেছে। কারণ আপনাকে অনলাইনে ট্রেনের টিকিট বুক করার একটি সহজ উপায় জানানো হবে।

Train Ticket Booking Online: ট্রেনের টিকিট বুকিংয়ে ঝক্কি পোহানোর দিন শেষ, আজই করে নিন এই কাজ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 5:16 PM

Tech Tips: কোথাও ঘুরতে যাওয়ার প্ল্য়ান করলে সবার প্রথমেই যে চিন্তা যে চিন্তা থাকে, তা হল ট্রেলের টিকিট কাটা। টিকিট পাবেন কি না সেই চিন্তায় বসে থাকতে হয়। অনেক সময় অফ লাইনে টিকিটের জন্য় দৌড়াদৌড়ি করতে হয়। এই ক্ষেত্রে, আপনি অনলাইনে টিকিট বুকিং (Ticket Booking) করতে পারেন। অনেকে মনে করেন অনলাইনে ট্রেনের টিকিট (Online Train Ticket) বুক করা খুব ঝামেলার কাজ। কিন্তু আপনার এই ধারণা ভাঙতে চলেছে। কারণ আপনাকে অনলাইনে ট্রেনের টিকিট বুক করার একটি সহজ উপায় জানানো হবে। যাতে আপনি সহজেই অনলাইনে বাড়িতে বসেই টিকিট কেটে নিতে পারেন।

অনেকেই হয়তো জানেন, ট্রেনে যাতায়াতের জন্য যাত্রীদের টিকিটের জন্য অনলাইন সুবিধা দেওয়া হয়। তবে এর জন্য যাত্রীকে একটি আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার আপনি অ্যাকাউন্ট তৈরি করলে, আপনাকে বারবার টিকিট বুক করার বিষয়ে নতুন করে চিন্তা করতে হবে না। আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করে যেকোনও সময় টিকিট বুক করে নিতে পারবেন।

কীভাবে IRCTC-এ অ্যাকাউন্ট তৈরি করবেন?

একটি IRCTC অ্যাকাউন্ট তৈরি করতে, প্রথমে আপনাকে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-এ যেতে হবে।

হোম পেজের ডানদিকে উপরের কোণায় ‘Register’ এ ক্লিক করুন। তারপর ‘Individual’ অপশনটি নির্বাচন করতে হবে।

এখানে নাম, লিঙ্গ, মোবাইল নম্বর লিখতে হবে।

ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সেট করতে হবে।

‘Security Question’ সিলেক্ট করে উত্তর দিতে হবে, যা পাসওয়ার্ড রিসেট করার সময় ব্যবহার করতে পারবেন।

ক্যাপচা কোড লিখতে হবে।

তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে।

লগইন পাসওয়ার্ডের জন্য ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে।

সেই মোবাইল নম্বরে ওটিপি (OTP) পাওয়ার পরে, তা ‘enter it’ অপশনে লিখতে হবে ও ‘submit’-এ ক্লিক করতে হবে।

train

অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এভাবে অনলাইনে টিকিট বুক করুন:

অনলাইনে টিকিট বুক করতে আইআরসিটিসি অ্যাকাউন্টে (IRCTC Account)-লগইন করতে হবে।

যাত্রার তারিখ এবং বোর্ডিং ও অ্যালাইটিং স্টেশন লিখতে হবে।

ট্রেন যাত্রার জন্য ক্লাস বেছে নিতে হবে। অর্থাৎ ট্রেনের কোন ক্লাসে আপনি যেতে চান তা সিলেক্ট করতে হবে।

তারপরে ‘Find Trains’ এ ক্লিক করুন। এখানে আপনি ট্রেন এবং ট্রেনের সময় সম্পর্কে তথ্য পাবেন।

ট্রেন নির্বাচন করে ভাড়া চেক করতে, ‘Check Availability & Fare’-এ ক্লিক করুন।

Quota-তে (General, Tatkal, Ladies) ক্লিক করার পরে ‘Book Now’-এ ক্লিক করুন।

তারপরে ‘Continue Booking’ এ ক্লিক করতে হবে।

বুকিং এর জন্য ‘Make Payment’ এ ক্লিক করুন।

পেমেন্ট অপশন বেছে নেওয়ার পরে পেমেন্ট করতে হবে।

পেমেন্ট করার পরে, আপনার টিকিট বুক হয়েছে কি না তার মেসেজ পাবেন। আর টিকিটের বিস্তারিত ইমেইলেও পাঠানো হবে। আপনি সেখান থেকেএ সমস্ত কিছু দেখে নিতে পারবেন।