Big Bazaar-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাখ টাকা হাতানোর ছক, জানুন ভুয়ো ওয়েবসাইট চেনার কৌশল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 06, 2023 | 4:18 PM

Fake Website Fraud: আপনি বর্তমানে অফার দেখে এমন কোনও জাল সাইটে ঢোকেননি তো? আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে চিনবেন কী করে কোন ওয়েবসাইটটি আসল আর কোনটি নকল?

Big Bazaar-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাখ টাকা হাতানোর ছক, জানুন ভুয়ো ওয়েবসাইট চেনার কৌশল

Follow Us

How To Spot Fake Website: গত কয়েক বছরে সাইবার ক্রাইমের সংখ্য়া বিরাট হারে বেড়েছে। তার একমাত্র কারণ হল, ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি। মানুষ যত ডিজ়িটাল যুগে প্রবেশ করছে, ততই দিনের পর দিন বাড়ছে সাইবার ক্রাইম। সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে, যেখানে নয়ডা পুলিশ সাইবার অপরাধীদের একটি দলকে গ্রেপ্তার করেছে। যারা ডি-মার্ট, বিগ বাস্কেট এবং বিগ বাজারের জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা শুরু করেছিল। নয়ডায় গ্রেফতার করা হয়েছে এই চক্রের ছয় জনকে। নয়ডা পুলিশের ডিসিপি রাজীব দীক্ষিত এ কথা জানিয়েছেন যে, এই স্ক্যামাররা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য অনলাইনে ছাড় ও কম দামে পণ্য দিত। আর সেই ছাড় দেখে যখনই কেউ এই ওয়েবসাইটে ঢুকত, তখনই তারা সেই ব্যক্তির সমস্ত তথ্য নিজের দখলে নিয়ে নিত। অর্থাৎ সেখান থেকেই তারা গ্রাহকদের ক্রেডিট বা ডেবিট কার্ডের সমস্ত তথ্য় পেয়ে যেতেন। তার কয়েক সেকেন্ডের মধ্য়েই হাতিয়ে নিত ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা।

আপনি বর্তমানে অফার দেখে এমন কোনও জাল সাইটে ঢোকেননি তো? আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে চিনবেন কী করে কোন ওয়েবসাইটটি আসল আর কোনটি নকল? আপনাকে এমন কিছু টিপস জানানো হবে যাতে আপনি সহজেই বুঝে যেতে পারেন যে কোন ওয়েবসাইটি আপনার জীবনে বিপদ ডেকে আনবে।

অ্যাড্রেস বার চেক করুন:

একটি ওয়েবসাইটে প্রথম যে জিনিসটি আপনাকে দেখতে হবে সেটি হল অ্যাড্রেস বার (Address Bar)। অ্যাড্রেসের শুরুতে https:// আছে কি না। https://-এ ‘S’ এর অর্থ সিকিউর। অর্থাৎ ‘S’ দেখতে পেলে তবেই সেই ওয়েবসাইটটি সঠিক।

প্যাডলক আছে কি না দেখে নিন:

প্রথমে দেখে নিন ওয়েবসাইটে একটি তালা চিহ্ন আছে কি না। একটি ওয়েবসাইটে প্যাডলকের অর্থ হল, ওয়েবসাইটটি সুরক্ষিত। অর্থাৎ তা জাল নয়। আপনি অ্যাড্রেস বারের উপরের বাঁ দিকে লকটি দেখতে পাবেন।

বিশাল ডিসকাউন্ট এড়িয়ে চলুন:

স্ক্যামাররা বিরাট ডিসকাউন্ট অফার দেয় তাদের জাল অনলাইন স্টোরে। এই ডিলগুলি আবার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রচারও করা হয়। যাতে মানুষ সেই প্রচার দেখে তাদের ওয়েবসাইটে ঢোকে। তাই যখনই বিরাট কোনও অফার দেখতে পাবেন, তা এড়িয়ে চলবেন।

ইউআরএলে ভুল বানান আছে কি না তা দেখে নিন:

কোনও নকল সাইট চেনার আরও একটি উপায় হল, URL-এর বানান ভুল। যেমন কোনও নামী ব্র্যান্ডের হুবহু নকল প্রোডাক্ট যখন বাজারে দেখা যায়, তখন তার বানানে কোনও না কোনও ভুল থাকবেই। ঠিক তেমনই কোনও নকল ওয়বসাইটেও বানান ভুল দেখতে পাবেন। যেমন amaz0n.com, T@nishq এইসব বানান দেখতে পাবেন। এছাড়াও ডোমেইন এক্সটেনশনও পরিবর্তন করা। অর্থাৎ amazon.com-এর পরিবর্তে amazon.org থাকবে।

অনলাইন রিভিউ দেখে নিন:

কোনও ওয়েবসাইট ভিজ়িট করার আগে গুগলে তার রিভিউ দেখ নিন। কোনও ওয়েবসাইটের অনলাইন রিভিউ জানার জন্য Google-এ গিয়ে ‘reviews for [site name]’ সার্চ করুন। যদি সেখানে কোনও খারাপ রিভিউ দেখেন, তাহলে সেই ওয়েবসাইটটি এড়িয়ে চলুন।

Next Article