SIM Card Tips: আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে SIM Card, ভুলেও করবেন না এসব ভুল!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 06, 2023 | 10:59 AM

SIM Card Using Tips: সিম কার্ড ব্যবহার করার সময় আপনাকে অনেক কিছুর যত্ন নিতে হবে। আপনি আপনার অজান্তেই এমন কিছু ভুল করে বলেন, যার জন্য আপনার বিরাট ক্ষতি হতে পারে।

SIM Card Tips: আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে SIM Card, ভুলেও করবেন না এসব ভুল!

Follow Us

SIM Card Fraud: এমন অনেকেই আছেন যারা মনে করেন, একটি নতুন সিম কার্ড ব্যবহার করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনটা কখন হয়? এই ধরুন আপনার আগের নম্বরটি কোনও স্ক্যামারদের কাছে পৌঁছে গিয়েছে বা আপনি না চাইতেও কোনওভাবে ছড়িয়ে গিয়েছে। ফলে চারিদিক থেকে অনেক অচেনা মানুষের ফোন আসতে শুরু করেছে। তখনই অনেকে অকটি নতুন সিম কার্ড কেনার কথা ভাবেন। কিন্তু আপনি কি জানেন, এই নতুন সিম কার্ডই আপনার জীবনে আরও বড় বিপদ ডেকে আনতে পারে। শুধুই নতুন সিম কার্ড (SIM Card) নয়, আপনার ফোনের পুরনো কার্ডটি ব্যবহার করার সময়ও আপনাকে অনেক কিছুর বিশেষ যত্ন নিতে হবে। একটি ভুলের ফলে বিশাল ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে, সিম কার্ড ব্যবহার করার সময় আপনাকে অনেক কিছুর যত্ন নিতে হবে। আপনি আপনার অজান্তেই এমন কিছু ভুল করে বলেন, যার জন্য আপনার বিরাট ক্ষতি হতে পারে। তাই একটি নতুন সিম কার্ডের ব্যবহার হোক বা পুরনো, আপনাকে যে যে বিষয়ের দিকে নজর রাখতে হবে সেগুলি দেখে নিন।

সিম কার্ডটি ফেলে দেওয়ার আগে তা বন্ধ করা প্রয়োজন:

আপনার মনে হতে পারে একটি নতুন সিম পেয়ে গিয়েছেন, তাই পুরনো সিমের প্রয়োজন নেই। তাই ফেলে দেন। কিন্তু ফেলে দেওয়ার আগে কি সেটিকে বন্ধ করেন? নিশ্চয়ই করেন না। তবে আর এই ভুল করবেন না। যে কোনও সিম কার্ড বন্ধ না করে ফেলে দেওয়া উচিত নয়। কারণ তারপর যে কেউ এটি ব্যবহার করতে পারে। এছাড়াও, যদি এটি কোনও ভুল উপায়ে ব্যবহার করা হয় তবে সিমের মালিক অর্থাৎ আপনাকেই জবাব দিতে হবে। এমনকি আপনার জেলও হতে পারে। তাহলে বুঝতেই পারছেন আপনার কত ক্ষতি হতে পারে।

সিম কার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না:

যদি নতুন সিম কার্ড নেওয়ার পরে আপনার কাছে যদি সিম কার্ড কোম্পানির তরফ থেকে কোনও ফোন আসে, আর সেই ফোনে আপনার কাছ থেকে পুরনো সিম কার্ডটি চাওয়া হয়, তাহলে সতর্ক হন। কারণ কোনও সিম কোম্পানিই আপনাকে ফোন করে পুরনো সিম চেয়ে নেয় না। তাই ভুল করেও কারও সঙ্গে সিম কার্ড শেয়ার করবেন না। কারণ কেউ আপনার সিম কার্ড থেকে কাউকে কল করে টাকা চাইতে পারে।

সিম কার্ড সোয়াপিংয়ের মাধ্যমেও আপনার ক্ষতি হতে পারে:

সিম কার্ড নিয়ে ভারতে কঠোর আইন রয়েছে। এজন্য আপনাকে আপনার সিম কার্ডের খুব যত্ন নিতে হবে। সিম কার্ড সোয়াপিংয়ের মাধ্যমেও আপনার ক্ষতি হতে পারে। আজকাল এটি প্রতারকদের একটি নতুন হাতিয়ার হয়ে উঠেছে, যা আপনার অজান্তেই ঘটে। প্রতারকরা একই নম্বরের আরেকটি সিম কার্ড ইস্যু করে, তারপর ওটিপি বসিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো টাকা হাতিয়ে নেয়।

Next Article