এভাবে WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন, শুধু হ্যাকার কেন, টের পাবে না কাকপক্ষীও!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 01, 2022 | 8:47 PM

Tips To Secure WhatsApp Account: ভবিষ্যতে যাতে আপনার সঙ্গে Data Breach এর কাণ্ড না ঘটে, তার জন্য কী করবেন? অর্থাৎ শুধু হ্যাকার কেন, কাকপক্ষীও যাতে টের না পায়, সেই দিকটা নিশ্চিত করতে কীভাবে আপনার WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?

এভাবে WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন, শুধু হ্যাকার কেন, টের পাবে না কাকপক্ষীও!
কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনার পর এখন সুরক্ষিত থাকার উপায়টা জানতেই হবে। প্রতীকী ছবি।

Follow Us

WhatsApp-এ ভয়ঙ্কর ডেটা লিকের ঘটনা সামনে এসেছে। সাইবারনিউজ়ের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিশ্বের মোট 84 দেশের 50 কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। শুধু যে ফাঁস হয়েছে তাই নয়। সেই তথ্য বিক্রি করতে হ্যাকিং কমিউনিটি ফোরামেও তালিকাভুক্ত করা হয়েছে। সবথেকে চিন্তার বিষয়টি হল, এই বিপুল সংখ্যক WhatsApp ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়ে গিয়েছে। আর সেই সব নম্বরের ডেটাবেসই বিক্রয়ের জন্য উপলব্ধ করা হয়েছে। সাইবারনিউজ় একটি স্ক্রিনশট প্রকাশ করে দেখিয়েছে, এই ডেটা লিকের বিষয়টি দেখিয়েছে। পাশাপাশি তারা আবার আর একটি তালিকাও সামনে নিয়ে এসেছে, যেখানে এই 84 দেশের নাম উল্লেখ করা হয়েছে।

WhatsApp এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে। মেটা-র এক মুখপাত্র জানিয়েছেন, সাইবারনিউজ়ের রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেখানে কোনও প্রমাণ নেই যে, এই সব নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরই। কিন্তু হোয়াটসঅ্যাপ যতই ডেটা লিকের ঘটনার সত্যতা স্বীকার না করুক, ছাপোষা সাধারণ মানুষের মনে তো একটা ভয় থেকেই যায়।

আমরা এর আগেই সেই প্রক্রিয়া আপনাদের জানিয়েছি যে, আপনার হোয়াটসঅ্যাপ ডেটা লিক হয়েছে কি না, তা কীভাবে যাচাই করা যায়। কিন্তু যদি আপনার হোয়াটসঅ্যাপ ডেটা লিক হয়েও যায়, তাহলে তো সবার আগে নিজের হোয়াটসঅ্যাপে থাকা ফোন নম্বরটি বদলে নিন। তার থেকেও বড় কথা হল, ভবিষ্যতে যাতে আপনার সঙ্গে এমনতর কাণ্ড না ঘটে, তার জন্য কী করবেন? অর্থাৎ শুধু হ্যাকার কেন, কাকপক্ষীও যাতে টের না পায়, সেই দিকটা নিশ্চিত করতে কীভাবে আপনার WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?

WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী করবেন?

1) আপনার WhatsApp অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কোড বা টু-স্টেপ ভেরিফিকেশন পিন কখনও, কারও সঙ্গে শেয়ার করবেন না।

2) টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি অ্যাক্টিভেট করুন এবং সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিন।

3) আপনি যদি কখনও টু-স্টেপ ভেরিফিকেশনের পিন ভুলে যান, তাহলে সেটি ইমেল থেকে সেট করে নিতে পারেন।

4) আপনার ফোনের ফিজ়িক্যাল অ্যাক্সেস কারও কাছে থাকলে, সেই দিকটাও খেয়াল রাখবেন। কারণ, সে তো আপনার WhatsApp Account-ও শেয়ার করতে পারে।

5) এছাড়া, আপনি যদি টু-স্টেপ ভেরিফিকেশন পিন সেট করার জন্য যদি কোনও ইমেল পান এবং তা যদি আপনি না চাওয়া সত্ত্বেও আপনার কাছে এসেছে থাকে, তাহলে সেই ইমেলে আগত কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

Next Article
Gaming Console For Dogs: মানুষের প্রিয় বন্ধুর জন্যও এবার তৈরি হল গেমিং কন্সোল, কীভাবে খেলবে চারপেয়েরা?
Infinix Hot 20S লঞ্চ হয়ে গেল, 50MP ক্যামেরা + 120z ডিসপ্লে, দাম মাত্র 12,200 টাকা