10 বছরে Aadhaar আপডেট করেননি? 14 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিল UIDAI
Aadhaar Latest Update: আধারের রেগুলেটরি বডি UIDAI দেশের মানুষজনের জন্য আধার আপডেট বাধ্যতামূলক করেছে। আগেই তারা জানিয়েছিল, দেশের প্রতিটি নাগরিককে প্রতি 10 বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে। এর মাধ্যমে একটাই বিষয় নিশ্চিত করা হল মূল লক্ষ্য, প্রতারণা এড়াতে আধারের সব তথ্য যেন আপডেটেড থাকে।
গত 10 বছর ধরে Aadhaar কার্ড আপডেট করেননি? তাহলে এবার কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছেন। 14 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আসলে 14 ডিসেম্বরের মধ্যে UIDAI তার ব্যবহারকারীদের কাছে এক টাকাও চার্জ করবে না আধারের যে কোনও আপডেটের জন্য। যে কোনও বলতে বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আধারের বিশেষ যে সব তথ্য আপডেটের জন্য UIDAI যে 50 টাকা চার্জ করে, সেটাই তারা করবে না 14 ডিসেম্বর পর্যন্ত। মূলত জনসংখ্যা সংক্রান্ত তথ্যগুলিই আপডেট করা যাবে যেমন, নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেলের মতো তথ্যগুলি বিনা খরচে আপডেট করে নিতে পারবেন।
এক্ষেত্রে মনে রাখতে হবে, আধারের ডেমোগ্রাফিক তথ্যগুলি আপনি যেমন সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করে নিতে পারবেন। অন্য দিকে আপনাক ফটোগ্রাফ থেকে শুরু করে আইরিস, বায়োমেট্রিক ডিটেলের মতো তথ্যগুলি বদলাতে আপনাকে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে আপনাকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকাও খরচ করতে হবে। মনে রাখবেন, ডেমোগ্রাফিক তথ্যের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আইরিস প্যাটার্ন এবং অন্যান্য বায়োমেট্রিক ডেটা বদলানোও অত্যন্ত জরুরি। তার কারণ এই তথ্যগুলি আপডেট না করলে সাইবার হানার সম্মুখীন হতে পারেন আপনি।
Aadhaar Update: আধার কার্ড আপডেট কেন জরুরি
আধারের রেগুলেটরি বডি UIDAI দেশের মানুষজনের জন্য আধার আপডেট বাধ্যতামূলক করেছে। আগেই তারা জানিয়েছিল, দেশের প্রতিটি নাগরিককে প্রতি 10 বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে। এর মাধ্যমে একটাই বিষয় নিশ্চিত করা হল মূল লক্ষ্য, প্রতারণা এড়াতে আধারের সব তথ্য যেন আপডেটেড থাকে।
UIDAI বলছে, আপনার ঠিকানা পরিবর্তিত হতে পারে। আবার জীবনে বিয়ের মতো বড় ইভেন্টও আসতে পারে। ফলে, আপনি বিবাহিত হওয়ার পরে আধার কার্ডে স্টেটাসটাও বদলে ফেলা জরুরি। তেমনই আবার আপনার মোবাইল নম্বরও পরিবর্তিত হতে পারে। সেই নতুন নম্বর দিয়েও আপনার আধার আপডেট করে নিতে হবে। মোদ্দা কথা, আধারে যত পুরনো তথ্য থাকবে, ততই আপনার বিপদে পড়ার সম্ভাবনা বাড়বে।
Aadhaar Update: অনলাইনে আধার আপডেট করবেন কীভাবে
1) আধার আপডেট করতে প্রথমেই আপনাকে চলে যেতে হবে UIDAI ওয়েবসাইটে। সেখানে একটা লগইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করুন।
2) এখান থেকে চলে যান মাই আধার ট্যাবে। সেখানে ড্রপ ডাউন মেনু থেকে আপডেট ইওর আধার অপশনটি সিলেক্ট করুন।
3) আপনার আধার নম্বরটি দিয়ে দিন। আপডেট আধার ডিটেলস (অনলাইন) পেজটিতে ক্লিক করলেই আপনার নম্বরে পৌঁছে যাবে একটি ক্যাপচা ভেরিফিকেশন কোড। তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন।
4) ফোনে যে ওটিপি পেলেন, সেটি দিয়ে দিন এবং লগইনে ক্লিক করুন।
5) আপনার ডেমোগ্রাফিক ডিটেলগুলি দিয়ে দিন, যেগুলিকে বদলাতে চান। সাবমিট অপশনে ট্যাপ করুন।
6) যা-যা জরুরি ডকুমেন্টের প্রয়োজন, সেগুলি এক-এক করে দিয়ে দিন।
7) প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট আপডেট রিকোয়েস্ট অপশনে ক্লিক করুন।