AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amazon Prime Lite-এর বার্ষিক প্ল্যান এখন‌ একদম সস্তা, 365 দিন ননস্টপ এন্টারটেইনমেন্ট

Amazon Prime Lite Plan: OTT প্ল্যাটফর্ম Amazon Prime একটি সস্তার বার্ষিক রিচার্জ প্ল্যান চালু করেছে। কোম্পানি এটির নাম দিয়েছে Amazon Prime Lite, যার বার্ষিক চার্জ 999 টাকা। Amazon Prime-এর মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক এই তিনটি রিচার্জ প্ল্যান রয়েছে।

Amazon Prime Lite-এর বার্ষিক প্ল্যান এখন‌ একদম সস্তা, 365 দিন ননস্টপ এন্টারটেইনমেন্ট
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 9:00 AM
Share

Amazon Prime Lite: বিগত কয়েক বছরে OTT প্ল্যাটফর্মগুলির চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। বহু মানুষই OTT অ্যাপে নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে। তার জন্য নিয়ম করে প্রচি মাসে অনেকগুলি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন করেন। ইতিমধ্যে, OTT প্ল্যাটফর্ম Amazon Prime একটি সস্তার বার্ষিক রিচার্জ প্ল্যান চালু করেছে। কোম্পানি এটির নাম দিয়েছে Amazon Prime Lite, যার বার্ষিক চার্জ 999 টাকা। Amazon Prime-এর মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক এই তিনটি রিচার্জ প্ল্যান রয়েছে। এখনও পর্যন্ত কোম্পানি গ্রাহকদের জন্য 1,499 টাকার একটি বার্ষিক প্ল্যান অফার করত, যাতে তারা 4K-এর 6টি ডিভাইসের সাপোর্ট করে।

Prime Lite-এ শুধুমাত্র এতগুলি ডিভাইস সাপোর্ট করে:

আমাজন এর আগে কিছু নির্বাচিত মানুষদের জন্য প্রাইম লাইট প্ল্যান প্রকাশ করেছিল। আর তারপরেই তারা জানিয়েছিল, সবার জন্য খুব শীঘ্রই আনবে। সেই কথা মতোই কোম্পানিটি সবার জন্য এই প্ল্যানটি চালু করেছে। 999 টাকার প্ল্যানে আপনি কোম্পানির কাছ থেকে HD কন্টেন্ট, 2টি ডিভাইসের সাপোর্ট এবং ফাস্ট ডেলিভারি সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনি যদি অ্যামাজন শপিং অ্যাপ থেকে কিছু কেনেন, তাতে ফাস্ট ডেলিভারি পেয়ে যাবেন।

Amazon ছাড়াও, Netflix তার গ্রাহক সংখ্যা বাড়াতে কিছু নির্বাচিত দেশে পাসওয়ার্ড শেয়ারিং বাদ দিয়েছে যাতে প্রত্যেকে তাদের নিজস্ব মেম্বারশিপ নিতে পারে। পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট ভাগ করে নেওয়ার বিষয়টা এখনই ভারতে ঘটছে না। কারণ Netflix-এর অবস্থান ভারতে ততটা শক্তিশালী নয়। অ্যামাজনের মতো, নেটফ্লিক্সও একটি বিজ্ঞাপন-সাপোর্ট স্ট্রিমিং অর্থাৎ আরও গ্রাহকদের আকর্ষণ করতে প্ল্যাটফর্মে বিজ্ঞাপন আনার কথা ভাবছে, যাতে দাম কমানো যায়।

Jio-র বার্ষিক পরিকল্পনা:

রিলায়েন্স জিও আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে JioCinema-র জন্য একটি বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। এর দামও অ্যামাজনের মতোই। কোম্পানি গ্রাহকদের 999 টাকার JioCinema প্রিমিয়াম প্ল্যান অফার করে যাতে তারা HBO এবং Warner Bros ব্যবহার করতে পারবে। এই প্ল্যানের অধীনে, আপনি 4টি ডিভাইসে কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন এবং 4K রেজোলিউশনে দেখতে পারবেন।