আজকাল অনেকের বাড়িতেই মাইক্রোওভেন রয়েছে। তবে ব্যবহার করার সময় প্রায়ই এমন কিছু ভুল করে বসেন, যাতে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হয়। তার প্রধান কারণ হল, অনেকেই ব্যবহারের সঠিক পদ্ধতি জানেন না। আপনার সঙ্গেও কি এমনটা হয়? বারবার মাইক্রোওভেন খারাপ হয়ে যায়? আর সেটা ঠিক করতে অনেক টাকা খরচ করতে হয়? তাহলে আপনার জন্য কতগুলো উপায় আছে। মেনে চললেই আপনার মাইক্রোওভেন অনেকদিন চলবে একেবারে নতুনের মতো। চলুন দেখে নেওয়া যাক ব্যবহার করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন।
জল গরম করার সময় সতর্কতা অবলম্বন করুন:
যখনই আপনি মাইক্রোওয়েভে জল বা কোনও তরল জিনিস গরম করার জন্য দেবেন। তখন মনে রাখবেন এটি হঠাৎ খুব খুব কম সময়ের মধ্যেই গরম হয়ে যেতে পারে। এমন অবস্থায় সেটি করার সময় গ্লাভস পরুন বা হাতে কিছু কাপড় রাখুন, না হলে আপনার হাত পুড়ে যেতে পারে। আর যখনই কোনও তরল খাবার গরম করতে দেবেন, চেষ্টা করবেন কম সময়ের জন্য দেওয়ার।
দরজাটি সঠিকভাবে বন্ধ করুন:
মাইক্রোওয়েভে কোনও খাবার গরম দেওয়ার পরে সঠিকভাবে দরজা বন্ধ করেছেন কি না, তা দেখে নিন। মাইক্রোওয়েভে কোনও খাবার দেওয়ার পর যদি দরজা ঠিক করে বন্ধ না করেন, তাহলে সমস্যা দেখা দিতে পারে। এমনকি তা খারাপও হয়ে যেতে পারে।
ওভেনে পাত্র ঢাকা দেবেন না:
সিল করা পাত্র বা বন্ধ করা টিফিন বক্স ভুলেও রাখবেন না। এতে গরম হয়ে ফেটে যেতে পারে। এমনকি মাইক্রোওয়েভের যন্ত্রগুলিও খারাপ হয়ে পারে। তাই যখনই কোনও পাত্র ভিতরে ঢোকাবেন গরম করার জন্য চেষ্টা করবেন যেন, তা ঢাকা না থাকে।
ওভেনে অ্যালুমিনিয়াম ফয়েল রাখবেন না:
মাইক্রোওয়েভ ব্যবহার করার সময়, ভুলেও তাতে অ্যালুমিনিয়াম ফয়েল রাখবেন না। কারণ, ফয়েল গরম হয়ে গিয়ে তাতে আগুন ধরতে পারে এবং খাবার ও ওভেবেন যন্ত্রপাতির ক্ষতি হতে পারে। তাই মাইক্রোওয়েভের জন্য বিশেষ যে পাত্র হয়, তা ব্যবহার করা উচিত।