UPI পেমেন্ট ফেল হোক বা আটকে যাক, এই 5 টিপস জানলে আর টেনশন নেই

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 22, 2023 | 3:51 PM

UPI Payment Tips: অনেক ক্ষেত্রে পেমেন্টের সময় সমস্যাও দেখা যায়। এতে চিন্তা করার কিছু নেই। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে কোনও রকম সমস্যা দেখা দিলে আপনি সহজেই সেই সমস্যার সমাধান করতে পারবেন।

UPI পেমেন্ট ফেল হোক বা আটকে যাক, এই 5 টিপস জানলে আর টেনশন নেই
ফাইল চিত্র

Follow Us

আজকাল UPI পেমেন্টের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। ছোটখাটো যে কোনও জিনিস কেনার হলে, স্ক্যান করেই পেমেন্ট হয়ে যায়। এক কথায় UPI ভারতীয়দের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তবে অনেক ক্ষেত্রে পেমেন্টের সময় সমস্যাও দেখা যায়। এই যেমন পেমেন্ট হতে চায় না। আপনার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার পরেও তার কাছে পৌছায় না। কখনও ব্যাঙ্ক সার্ভার ডাউন, কখনও রিসিভার আইডি ভুল ইত্যাদি। এতে চিন্তা করার কিছু নেই। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে কোনও রকম সমস্যা দেখা দিলে আপনি সহজেই সেই সমস্যার সমাধান করতে পারবেন।

দৈনিক UPI সীমা চেক করুন:

বেশিরভাগ পেমেন্ট গেটওয়েতে UPI লেনদেনের জন্য দৈনিক সীমা থাকে। UPI লেনদেনের মাধ্যমে একবারে শুধুমাত্র 1 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যায়। আপনি যদি 1 লাখ টাকার বেশি কাউকে পাঠাতে চান, তাহলে তা আটকে যাবে। তাই খেয়াল রাখবেন 1 লক্ষ টাকার বেশি পেমেন্ট করবেন না।

UPI আইডি লিঙ্ক দিয়ে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করুন:

UPI পেমেন্ট ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হল ব্যাঙ্ক সার্ভারের সমস্যা। এমন পরিস্থিতিতে, আপনার UPI আইডির সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে সুবিধা হবে। এতে একটি ব্যাঙ্কের সার্ভারে সমস্যা হলে, আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে বা পেমেন্ট করতে পারবেন।

রিসিভারের বিবরণ চেক করুন:

টাকা পাঠানোর আগে আপনি যাকে টাকা পাঠাবেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড চেক করে নিন। এর মধ্যে কোনটি ভুল হলে আপনি টাকা পাঠাতে পারবেন না। সেখানে সমস্যা দেখা দেবে।

সঠিক UPI পিন লিখুন:

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক বা এটিএম পিন বা ল্যাপটপ আইডি, সেটা সঠিক দেওয়া প্রয়োজন। অনেকেই UPI পেমেন্ট করার সময় ভুল পিন দিয়ে ফেলেন, ফলে টাকা যেতে চায় না। সমস্যা দেখা দেয়। তাই সব সময় পিনের দিকে বিশেষ নজর দিন।

Next Article