AI অর্থাৎ Artificial Intelligence নিয়ে বিগত অনেক দিন ধরেই আলোচনা চলছে। এটি যেমন উপকারী, তেমন এর দ্বারা স্ক্যামাররা নতুন নতুন পথ খুঁজে নিচ্ছে মানুষকে ঠকানোর। হ্যাকার বা স্ক্যামাররা এই প্রযুক্তির সুযোগ নিয়ে মানুষকে তাদের ফাঁদে ফেলছে। তার AI ব্যবহার করার ফলে তাদের ধরতে পারাও কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি এমনি একটি ঘটনা সামনে এসেছে। চিনের একজন ব্যক্তির কাছে AI ভিডিয়ো কল এসেছিল। তার যখনই তিনি ফোনটা রিসিভ করেন, তখনই নিমেষে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে। টাকার সংখ্যাও খুব একটা কম নয়। তাঁর কঠোর পরিশ্রমের অর্জিত 5 কোটি টাকা হ্যাকারদের হাতে তুলে দিয়েছেন।
কীভাবে করা হয়েছে এই স্ক্যাম?
AI চালিত ফেস সোয়াপিং প্রযুক্তি ব্যবহার করে এই বিরাট স্ক্যামটি করা হয়েছে। প্রথমে ফোনে একটি অজানা নম্বর থেকে ভিডিয়োকল আসে। তারপর সেটি রিসিভ করতেই ফোনের সমস্ত তথ্য হ্যাকারদের কাছে পৌছে যায়। কিছুক্ষণ পর তার কাছে মেসেজ আসে যে, সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টির তদন্ত করছে এবং কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি চিনের বাওতুরে ঘটেছে। আপনার সঙ্গেও এমন কিছু ঘটতে পারে। কিন্তু তার জন্য আপনাকে সতর্ক হতে হবে। কোন ভিডিয়ো কল আসল, আর কোনটি নকল কীভাবে বুঝবেন।
ভুয়ো ভিডিয়ো কল কীভাবে চিনবেন?
ভিডিয়োর গুণমান: যখনই কোনও ব্যক্তি AI-এর সাহায্যে একটি ভিডিয়ো কল বা নকল ভিডিয়ো কল করে, সেই সময়ে ভিডিয়োর গুণমান আর একচি আসল ভিডিয়ো কলের গুনমান একরকম থাকে না। সেক্ষেত্রে ভিডিয়ো কোয়ালিটি দেখুন এবং ব্যাকগ্রাউন্ড ও ভয়েস বোঝার চেষ্টা করুন।
নম্বর চেক করুন:
কোন প্ল্যাটফর্ম থেকে এবং কোন নম্বর থেকে ভিডিয়ো কল আসছে, তা নিশ্চিত করুন। নম্বর না জানলে ফোন না তুলে রিপোর্ট করবেন। এমনকি আপনি কল ধরলেও, কোনও ব্যক্তিগত বিবরণ শেয়ার করবেন না। কোনও লিঙ্কে ক্লিক করবেন না। এআই ফেক ভিডিয়ো কল এড়ানো সহজ। শুধু এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। ইন্টারনেট ব্যবহার করতে হবে। ভিডিয়োর গুণমান, ফ্রেম, ভয়েস খেয়াল করুন। এই সব জিনিসগুলি মাথায় রাখলেই আপনি ভুয়ো ভিডিয়ো কল এড়িয়ে চলতে পারবেন।