Google Maps-এ একাধিক জরুরি ফিচার রয়েছে, যেগুলি গাড়িচালক থেকে শুরু করে পথচারী সকলের জন্যই অত্যন্ত উপকারী। সেরকমই একটি ফিচার হল Street View। গুগল ম্যাপের এই স্ট্রিট ভিউ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন এলাকা, দোকান, রুট থেকে শুরু করে নানাবিধ লোকেশন খুব সহজেই খুঁজে বের করতে পারেন। যদিও দেশের সর্বত্র স্ট্রিট ভিউ ফিচারটি ব্যবহারযোগ্য নয়। তবে আপনি চাইলে এর মাধ্যমে আপনার পারিপার্শ্বিক, নির্দিষ্ট একটা জায়গা খুঁজে নিতে পারেন ইন্টার্যাক্টিভ 360 ডিগ্রি ভিউ-র সাহায্যে।
তবে এহেন Google Maps Street View ফিচার একাধিক সমস্যারও সৃষ্টি করতে পারে। গুগল ম্যাপে স্ট্রিট ভিউ ফিচারটি স্থানীয় দোকান, বিল্ডিং, যেসব গাড়ি পার্ক করা রয়েছে সেগুলি, এমনকি রাস্তার নামও দেখিয়ে দেয়। অর্থাৎ বাস্তব জীবনের প্রায় সবকিছুই আপনার নজরে চলে আসে। আর এখান থেকেই আপনার জীবনে একটা ঝুঁকিও তৈরি হয়ে যায়। আপনার বাড়ির ঠিকানা থেকে শুরু করে গাড়ির নম্বর ইস্তক সমস্ত গোপনীয় এবং জরুরি তথ্য দুনিয়ার কাছে চলে আসে। এই পরিস্থিতি থেকে মানুষকে সুরক্ষিত রাখতে Google একটা নির্দিষ্ট জায়গার জন্য একাধিক নিয়ম লাগু করেছে।
Google-এর প্রাইভেসি পলিসি
গুগলের অফিসিয়াল সাপোর্ট পেজ থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, “স্ট্রিট লেভেল কালেকশন এবং ফটো পাথ অটোমেটিক্যাল ব্লার করা হয়, যাতে মানুষের মুখ এবং লাইসেন্স প্লেটগুলি পরিষ্কার না হয়।” এছাড়াও আপনি যদি 360-ভিউ ফটো আপলোড করেন, তাহলে আপনার কাছেই অপশন থাকবে ছবির কোন অংশটা দেখাতে চাইবেন আর কোনটা ব্লার করবেন।
Google-এর কাছে ছবি ব্লার করার অনুরোধ
আপনার এমন কিছু গোপনীয় বিষয়, যা Google Maps-এর মতো পাবলিক পোর্টালে চলে এসেছে, সেটা আপনি দেখাতে না চাইলে তা ব্লার করার অনুরোধ জানাতে পারেন Google-এর কাছে। সেক্ষেত্রে আপনার ছবি যিনি আপলোড করেছেন, তাঁকে সরাসরি আপনি বলতে পারে আপনার অংশটি ব্লার করে দেওয়ার জন্য। হতে পারে তা আপনার বাড়ি, বিল্ডিংয়ের নম্বর, ঠিকানা, গাড়ির লাইসেন্স প্লেট ইত্যাদি। মোদ্দা কথা, যা গুগল কন্ট্রিবিউটেড স্ট্রিচট ভিউ প্রাইভেসি পলিসি লঙ্ঘন করছে, আপনি তাতেই আপত্তি জানাতে পারেন। তবে সেই ব্লারের অনুরোধ জানানোর আগে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে।
Google-এ কোনও ফটো একবার ব্লার হলে তা আর আনব্লার করা যাবে না
Google এখন আর ফটো পাথ সাপোর্ট করে না। তাই, নতুন ফটো পাথগুলি এখন আর Google Map-এ পাবলিশ করা যাবে না। এখন সেই ছবির মালিকানা যদি Google-এর কাছে না থাকে, তাহলে তা যাঁর কাছে রয়েছে তাঁকেই সেটি ব্লার করতে হবে। তবে আপনি চাইলে তারপরেও গুগলের কাছে রিপোর্ট করতে পারেন এবং একটি ব্লার রিকোয়েস্টও জানাতে পারেন।
পদ্ধতিটা শিখে নিন
1) ক্রোম বা অন্য কোনও ব্রাউজ়ার থেকে ‘maps.google.com’ খুলুন।
2) লগইন করে না থাকলে তা করুন।
3) এবার Google-কে আপনার ছবির যে অংশটা ব্লার করতে বলতে চান, সেখানে মুভ করুন (বাড়ি, গাড়ির নম্বর প্লেট, ঠিকানা ইত্যাদি)।
4) লোকেশনে গিয়ে নামের ট্যাগ থেকে থ্রি ভার্টিকল ডটসে ক্লিক করুন এবং ‘Report a problem’ অপশনটি বেছে নিন।
5) পরের পেজে বিল্ডিং, নম্বর প্লেট বা আপনি যা চাইছেন তা সিলেক্ট করুন।
6) আপনি কী রিপোর্টিং করছেন, সেটি বেছে নিন। তার কারণটা জানিয়ে দিন এবং ক্যাপচা দিয়ে আপনার ইমেল আইডি দিয়ে দিন।
7) রিকোয়েস্টটি রেজিস্টার করতে সাবমিট বাটনে হিট করুন।