কোথাও ঘুতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ নিশ্চিত না হয়ে আগে থেকে টিকিট কাটতে চাইছেন না। আবার এই চিন্তাতেও রয়েছেন, যে টিকিন রিজারভেসন করতে পারবেন না। যদি শেষ হয়ে যায়। কিন্তু এই সমস্যার একটি সমাধান আছে। অনেকেই তৎকালের(Tatkal) কথা জানেন। খুব সহজেই এর মাধ্যমে টিকিট কাটা যায়। আর শুধুই তাই নয়, কয়েক মিনিটে আপনি টিকিট কেটে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে কোনও ওয়েবসাইটে যেতে হবে না। একটি অ্যাপের সাহায্যেই আপনি কাজটি সেরে ফেলতে পারবেন। Paytm-এর সাহায্যে সহজেই Tatkal টিকিট বুক করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন।
আইআরসিটিসি 1997 সালের ডিসেম্বরে তত্কাল টিকিট পরিষেবা শুরু করেছিল, যার সাহায্যে আপনি কিছু অতিরিক্ত চার্জ দিয়ে 24 ঘন্টা আগে একটি ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
কীভাবে Paytm এর মাধ্যমে তৎকাল টিকিট বুক করবেন?