অনেকেই এখন EMI-তে জিনিস কিনতে পছন্দ করেন। যদিও এই সুবিধা বিগত অনেক বছর ধরেই রয়েছে। এমনকি বর্তমানে জামা কাপড় থেকে শুরু করে স্মার্টফোন, সব কিছুই EMI-তে কেনা যায়। আপনি যদি একটি স্মার্টফোন কিনতে যান এবং স্মার্টফোনের দাম আপনার কাছে বেশি মনে হয়, তাহলে হয় আপনি তা EMI-তেই কিনে ফেলতে পারেন। কিন্তু বেশিরভাগ সময় এমন হয় যে, যখনই আপনি কোনও জিনিস EMI-তে কিনবেন, তখন সেই জিনিসটির দাম বেড়ে যায়। কিন্তু কখনও কী শুনেছেন EMI-এর উপর আপনি ডিসকাউন্ট পাবেন। আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি যেকোনও স্মার্টফোনে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক।
EMI-এ একটি স্মার্টফোন কিনলে, আপনি বাম্পার ডিসকাউন্ট পাবেন। স্মার্টফোনের দাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে আপনি তাতে 10,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারেন। এবার আপনার মনে একটাই প্রশ্ন আসছে। তা হল কী করে এমনটা সম্ভব? আপনি যখনই কোনও ফোন কিনতে যান, আপনি মনে করেন EMI-তে কিনলে সুবিধা। মাসে মাসে সামান্য একটু টাকা দিলেই কাজ শেষ। কিন্তু আদতেই কী তা হয়? সেই ফোনের জন্য দিতে হয় অনেকটা অতিরিক্ত টাকা। তাই এবার থেকে EMI-তে স্মার্টফোন কেনার আগে এই সব বিষয় মাথায় রাখবেন।
স্মার্টফোনে কিছু ব্যাঙ্ক অফার দেওয়া হয়, যেগুলি ব্যবহার করে আপনি 10 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে আপনার কাছে যদি একটি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তবে আপনি এই অফারগুলির সুবিধা নিতে পারেন। কারণ প্রতিটি ব্যাঙ্ক এই অফারটি দেয় না। এমন পরিস্থিতিতে, আপনি যদি মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনেন, তাহলে যে কার্ডে অফার দেওয়া হচ্ছে এতে মাসিক কিস্তির অপশন বেছে নিন। এতে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। আপনি যদি মাসিক কিস্তিতে স্মার্টফোন কিনতে চান, তাহলে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা গুনতে হবে না। কারণ আপনি তাতে ডিসকাউন্টও পাবেন।