সাবধান! Google Chrome ব্যবহারকারীদের জন্য সরকারের সতর্কবার্তা, এই কাজ না করলেই খোয়া যাবে টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 22, 2023 | 12:15 PM

Update Chrome: এখানে যে ত্রুটি চিহ্নিত হয়েছে, তা আপনার মোবাইল বা ল্যাপটপের জন্য সত্যিই বিপজ্জনক। নিরাপত্তা সংক্রান্ত Google Chrome এর এই ত্রুটির দ্বারা হ্যাকাররা আপনার মোবাইল বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস বাইপাস করে নির্বিচারে কোড ইনস্টল করতে পারে এবং জালিয়াতি পর্যন্ত করতে পারে।

সাবধান! Google Chrome ব্যবহারকারীদের জন্য সরকারের সতর্কবার্তা, এই কাজ না করলেই খোয়া যাবে টাকা
এখনই সাবধান না হলে বড় বিপদ!

Follow Us

স্মার্টফোন, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি কি Google Chrome ব্রাউজ়ার ব্যবহার করেন? তাহলে কিন্তু বড় বিপদে পড়তে চলেছেন। ক্রোম থেকে ব্রাউজ় পরে করবেন। সর্বাগ্রে আপনার ক্রোম আপডেট করে নিন। অবিলম্বে যদি তা না করেন, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। প্রতারকরা গুগল ক্রোমের একটি গলদের সুযোগ নিয়ে আর্থিক জালিয়াতির ছক কষেছে। আপনার ফোনে বা ল্যাপটপে যদি ক্রোমের পুরনো কোনও ভার্সন থাকে, তাহলে তাদের জন্য দূরবর্তী স্থান থেকে আপনার ডিভাইসে আক্রমণ করা খুবই সহজ হয়ে যাবে। এ বিষয়ে সম্প্রতি সতর্কতা জারি করেছে ভারত সরকার। CERT-IN গুগল ক্রোমের পুরনো ভার্সনগুলির ব্যবহার বিপজ্জনক বলে দাবি করেছে।

আপনি যদি হ্যাকিং বা ফিশিংয়ের মতো গুরুতর বিষয়গুলি থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে তার একমাত্র উপায় হল ব্রাউজ়ার আপডেট করে নেওয়া। এখানে ব্রাউজ়ার অর্থে গুগল ক্রোম। এখানে যে ত্রুটি চিহ্নিত হয়েছে, তা আপনার মোবাইল বা ল্যাপটপের জন্য সত্যিই বিপজ্জনক। নিরাপত্তা সংক্রান্ত Google Chrome এর এই ত্রুটির দ্বারা হ্যাকাররা আপনার মোবাইল বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস বাইপাস করে নির্বিচারে কোড ইনস্টল করতে পারে এবং জালিয়াতি পর্যন্ত করতে পারে। এখন বুঝতে পারছেন তো, কতটা বিপজ্জনক গুগল ক্রোমের পুরনো ভার্সনগুলি ব্যবহার করা। আপনার ডিভাইসে অ্য়ান্টিভাইরাস থাকলেও কিন্তু আপনি সুরক্ষিত নন।

যে সব ল্যাপটপ ঝুঁকির মধ্যে রয়েছে

Windows 116.0.5845.96/.97 এর আগের Google Chrome সংস্করণ এবং 116.0.5845.96 এর আগের Mac এবং Linux সংস্করণগুলি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। অ্যান্ড্রয়েডের কোন কোন ভার্সনে গুগল ক্রোমের এই গলদ ধরা পড়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

কীভাবে ব্রাউজ়ার আপডেট করবেন

1) প্রথমে আপনার ডিভাইস থেকে Google Chrome খুলুন। ডানদিকে উপরে থ্রি-ডট মেনু দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

2) এর পর নিচে স্ক্রল করুন এবং Chrome অপশনে ক্লিক করুন।

3) অটোমেটিক আপডেট পাওয়া যাবে। তারপরই ডাউনলোড শুরু হবে।

4) আপডেট ডাউনলোড হয়ে গেলে ইন্সটল অপশনে ক্লিক করুন।

Next Article