AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ChatGPT: হিন্দি-বাংলা-ভোজপুরি, আপনার ভাষায় কথা বলবে ChatGPT, শুধু করতে হবে এই কাজ

ChatGPT Update: আপডেটটি হল, এবার থেকে Chat GPT আপনাকে স্থানীয় ভাষায়ও উত্তর দিতে পারবে। এটি আনার কারন হল, যাতে বহু সংখ্য়ক মানুষ এটিকে ব্যবহার করতে পারে। কিন্তু এই নতুন আপডেটটি পাবেন কীভাবে?

ChatGPT: হিন্দি-বাংলা-ভোজপুরি, আপনার ভাষায় কথা বলবে ChatGPT, শুধু করতে হবে এই কাজ
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 11:17 AM
Share

ChatGPT Latest Features: 2022-এর নভেম্বরে, ওপেন এআই (Open AI) চ্যাট জিপিটি (Chat GPT) চালু করে। মাত্র এক সপ্তাহের মধ্যেই, এই চ্যাটবট বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে অনেক কিছুতেই এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হচ্ছে। গাড়ি থেকে শুরু করে মোবাইল, সব কিছুতেই একে কাজে লাগানো হচ্ছে। তাই একের পর এক নতুন নতুন আপডেট এনে চলেছে কোম্পানিটি। বর্তমানে আরও একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে। আপডেটটি হল, এবার থেকে Chat GPT আপনাকে স্থানীয় ভাষায়ও উত্তর দিতে পারবে। এটি আনার কারন হল, যাতে বহু সংখ্য়ক মানুষ এটিকে ব্যবহার করতে পারে। অর্থাৎ আপনি Chat GPT-কে আপনার ভাষায় প্রশ্ন করতে পারবেন। আর সেও আপনাকে আপনার ভাষাতেই উত্তর দেবে। এতে আপনার উত্তর বুঝতে কোনও সমস্যা হবে না। বর্তমানে চ্যাট জিপিটিতে শুধুমাত্র কয়েকটি স্থানীয় ভাষা সাপোর্ট করে।

এই নতুন আপডেটটি পাবেন কীভাবে?

  • প্রথমে চ্যাট জিপিটিতে লগইন করুন।
  • তারপর হিন্দি, ইংরেজি, বাংলা বা ভোজপুরিতে সার্চ বারে আপনার প্রশ্ন টাইপ করুন। অর্থাৎ আপনি যে প্রশ্নটি লিখতে চান, সেটি লিখুন।
  • যত তাড়াতাড়ি আপনি এন্টার চাপবেন, চ্যাটবট আপনাকে স্থানীয় ভাষায় উত্তর দেওয়া শুরু করবে।

রিয়েল টাইম তথ্য জানতে পারবেন:

চ্যাট জিপিটি প্লাস গ্রাহকরা এখন রিয়েল টাইম তথ্যও জানতে পারবেন। এর জন্য, তাদের IOS অ্যাপে গিয়ে মডেলটি পরিবর্তন করতে হবে এবং তারা GPT-4 এবং Bing এর সঙ্গে ব্রাউজিং বেছে নিতে পারবেন। তারপরেই রিয়েল টাইম তথ্য জানতে পারবেন। GPT-3.5 মডেলটি শুধুমাত্র 2021 পর্যন্ত ডেটা সরবরাহ করতে পারে। কারণ তাতে সেই পর্যন্তই ডেটা সেভ করা আছে। আপনি যদি তারপরের কিছু তথ্য জানতে চান, তাহলে Chat GPT আপনাকে সেই প্রশ্নের ভুল উত্তর দেবে।

অন্যদিকে, ওপেন এআই আইওএসের জন্য চ্যাট জিপিটি অ্যাপ প্রকাশ করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছিল, যা ধীরে ধীরে সব জায়গায় চালু করা হচ্ছে। এই অ্যাপটি ভারতে IOS ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন। যদিও কোম্পানিটি এখনও অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন প্রকাশ করেনি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ বর্তমানে তাদের চ্যাট জিপিটি অ্যাক্সেস করতে ওয়েবের ব্যবহার করতে হচ্ছে।