ChatGPT Scam Alert: যখনই নতুন কোনও প্রযুক্তির সঙ্গে মানুষ পরিচিত হয়ে যা, তখনই তাতে বিভিন্ন রকম স্ক্যাম হতে শুরু হয়। তার সব থেকে বড় কারণ হল বিপুল সংখ্যক মানুষ সেই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যায়। আর সেই সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের ব্যক্তিগত ডেটা। সেই ডেটা হাতিয়ে নিতে প্রাণপন চেষ্টা করে। সেই জন্য বিভিন্ন সব উপায়ও অবলম্বন করে। এবার তাদের নজর পড়েছে জনপ্রিয় AI চ্যাটবট ChatGPT-এর উপর। ChatGPT-এর মাধ্যমে মানুষের সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে ভারতীয় সরকারের তরফে জানানো হয়েছে।
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে নোডাল ইন্টারনেট নিরাপত্তা সংস্থা CERT-In, হ্যাকিংয়ের মতো বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে। সেই সংস্থার তরফে জানানো হচ্ছে, হ্যাকাররা FraudGPT বলে একটি সাইট তৈরি করেছে। তার সাহায্যেই এই ধরনের অপরাধ করছে। FraudGPT হল একটি AI-চালিত চ্যাটবট, যা প্রতারকরা সাইবার জালিয়াতি এবং অপরাধের জন্য ব্যবহার করছে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে FraudGPT কাজ করছে? আর কীভাবে এই ধরনের স্ক্যাম এড়িয়ে যাওয়া যায়?
FraudGPT কীভাবে কাজ করছে?
FraudGPT একটি শক্তিশালী টুল, যা জালিয়াতির জন্য ব্যবহার করা যেতে পারে। এটি ফিশিং বা জাল ইমেল, মেসেজ বা ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। এতে তারা এমন কিছু মেসেজ পাঠাচ্ছে, যাতে কোনও নো কোনও জাল লিঙ্ক যুক্ত করা থাকছে। আর কেউ ভুল করেও যদি সেই লিঙ্কে ক্লিক করে, তাহলে তার ফোনের সমস্ত ডেটা হ্যাকারদের কাছে চলে যাবে।
কীভাবে এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে নিরাপদ রাখবেন?
কোনও অচেনা লিঙ্কে ক্লিক করবেন না: বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যামগুলি লিঙ্কের মাধ্যমেই করা হয়। তাই মেসেজে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না।
কল রিসিভ করবেন না: আপনি যদি অচেনা কোনও উৎস থেকে ইমেল পান বা অচেনা কোনও নম্বর থেকে কল পান, তাহলে তা রিসিভ করার আগে সব কিছু যাচাই করুন।
সফ্টওয়্যার আপডেট রাখুন: সরকারের নির্দেশিকা অনুযায়ী, ব্যবহারকারীদের নিয়মিত তাদের নিরাপত্তা সফ্টওয়্যার আপডেট করতে হবে। প্রয়োজনে ভাল কোনও অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করুন।