সাধ করে একটি ল্যাপটপ কিনেছেন, কিন্তু তার কীভাবে যত্ন নিতে হবে বুঝতে পারছেন না? এমনটা অনেকের সঙ্গেই হয়। ফলে মাত্র কয়েক দিনের মধ্যেই ল্যাপটপটি খারাপ হয়ে যায়। আর নয়তো তাতে অনেক খরচ হয়ে যায়। কী-বোর্ড থেকে শুরু করে টাচ প্যাড, সব কিছুই কাজ করা বন্ধ করে দেয়। আর কীবোর্ড যে ল্যাপটপ এবং কম্পিউটারের কতটা গুরুত্বপূর্ণ অংশ, তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকে না। কীবোর্ড কাজ করা বন্ধ করে দিলে, আলাদা করে কীবোর্ড লাগিয়ে কাজ করতে হয়। ফলে যখনই কোথায় ল্যাপটপটি নিয়ে যাওয়ার থাকে, সঙ্গে কীবোর্ডটিকেও নিয়ে যেতে হয়। ফলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আগে থেকেই সাবধান হোন। সেটিকে সময়ে সময়ে পরিষ্কার করুন। অনেকেই ভাবেন সেটা ঝামেলাকর কাজ। আর তাছাড়াও কীভাবে পরিষ্কার করবেন, তা বুঝতে পারেন না। আপনিও যদি জানতে চান কীভাবে আপনার কীবোর্ড পরিষ্কার করবেন, তাহলে এই সহজ টিপসগুলি জেনে নিন।
নরম ব্রাশ ব্যবহার করুন:
আপনার কীবোর্ড পরিষ্কার করতে একটি নরম ব্রাশ ব্যবহার করুন। এই ব্রাশ আপনাকে কীবোর্ডের মধ্যে থাকা ছোট জীবাণু এবং ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। ভুলেও কোনও খসখসে কাপড় ব্যবহার করবেন না। এতে আপনার কীবোর্ডটি সহজে নষ্ট হয়ে যেতে পারে।
আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করুন:
অনেক সময় কীবোর্ডে বিভিন্ন ধরনের জিনিস ছিটকে যেতে পারে, যেমন খাবার, জল ইত্যাদি। এটি কীবোর্ডের কী এবং ইন্টারফেসে স্টিকি গ্রাইম তৈরি করে। এটি পরিষ্কার করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করুন। এতে ল্যাপটপের কীবোর্ড একেবারে নতুনের মতো ঝকঝক করবে।
টুথপিক বা তুলোর বাড ব্যবহার করতে পারেন:
কীবোর্ডে ছোটছাট জায়গা থেকে ধুলো মুছতে আপনি টুথপিক বা তুলোর বাড ব্যবহার করতে পারেন। এতে আপনার ল্যাপটপের কীবোর্ড অনেকদিন পর্যন্ত ভাল থাকবে।
এগুলি ছিল কিছু সহজ উপায়, যা ব্যবহার করে আপনি ঘরে বসে আপনার ল্যাপটপ কীবোর্ড পরিষ্কার করতে পারেন। তবে কীবোর্ড পরিষ্কার করার আগে, আপনাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। তা হল কোনওভাবেই জল ব্যবহার করবেন না। আপনার মনে হতে পারে একটি কাপড় জলে ভিজিয়ে তা থেকে সব জল বের করে নিয়ে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ভুলেও এমনটা করবেন না। তাতে আপনার কীবোর্ড সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যেতে পারে।