ChatGPT নামটি আজকাল বহু মানুষের কাছেই পরিচিত। ওপেন এআই (Open AI)-এর এই চ্যাটবটটি বেশ অনেকদিন ধরেই আলোচনার তুঙ্গে। তবে এই প্রতিযোগিতার বাজারে ওপেন এআই তার চ্যাটবটকে উন্নত রাখতে একের পর এক নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। এখন তো অ্যান্ডরয়েড ব্যবহারকারীরাও তাদের ফোনে ChatGPT ব্যবহার করতে পারেন। ChatGPT একটি শক্তিশালী চ্যাটবট মডেল, যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনার প্রশ্নের সঠিক উত্তর মাত্র কয়েক সেকেন্ডে আপনাকে দিয়ে দিতে পারে। অনেকেই জানেন না ChatGPT-এ ভয়েস চ্যাট নামের একটি ফিচার আছে। জেনে নিন আপনি এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন।
ChatGPT ভয়েস চ্যাট ব্যবহার করতে, আপনার ChatGPT মোবাইল অ্যাপের প্রয়োজন। এই অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে, তবে অ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে। আপনার যদি আইফোন থাকে তবে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
কীভাবে বিনামূল্যে ChatGPT ভয়েস চ্যাট ফিচার ব্যবহার করবেন?