অপ্রয়োজনীয় ইমেলে ভরেছে Gmail অ্যাকাউন্ট, সব ডিলিট করুন এক ক্লিকে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 28, 2023 | 10:34 AM

Gmail Storage Full: অনেকেই জানেন না, গুগল ব্যবহারকারীদের জন্য 15 জিবি ফ্রি স্টোরেজ দেয়, যাতে তারা তাদের ফটো, ইমেল এবং অন্যান্য ডেটা বা ফাইল সেভ করতে পারে। কিন্তু কখনও কখনও এত বেশি অপ্রয়োজনীয় মেল আসে, তাতেই ভর্তি হয়ে যায় 15 জিবি ফ্রি স্টোরেজ। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

অপ্রয়োজনীয় ইমেলে ভরেছে Gmail অ্যাকাউন্ট, সব ডিলিট করুন এক ক্লিকে

Follow Us

বেশ কয়েকদিন ধরে ফোনে কোনও দরকারী মেল ঢুকছে না? বুঝতেই পারছেন না এমন কেন হচ্ছে? ভাবছেন 15 জিবি ফ্রি স্টোরেজ থাকা সত্ত্বেও এমনটা কেন হচ্ছে? আপনার ইমেল স্টোরেজ ভর্তি হয়ে যায়নি তো? অনেকেই জানেন না, গুগল ব্যবহারকারীদের জন্য 15 জিবি ফ্রি স্টোরেজ দেয়, যাতে তারা তাদের ফটো, ইমেল এবং অন্যান্য ডেটা বা ফাইল সেভ করতে পারে। কিন্তু কখনও কখনও এত বেশি অপ্রয়োজনীয় মেল আসে, তাতেই ভর্তি হয়ে যায় 15 জিবি ফ্রি স্টোরেজ। ব্যাস! তারপরেই দরকারী মেলগুলো আসা বন্ধ হয়ে যায়। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? উপায় একটাই। অপ্রয়োজনীয় মেলগুলিকে মুছে ফেলতে হবে। অর্থাৎ যেসব মেলের কোনও ব্যবহার নেই সেগুলোকে ডিলিট করে দিলেই স্টোরেজ খালি হয়ে যাবে। ভাবছেন তো কীভাবে করবেন? চলুন জেনে নেওয়া যাক।

ধাপে ধাপে দেখে নিন-

  • প্রথমেই Gmail এ লগ ইন করুন। তারপর সার্চ বারে গিয়ে…
    from: sender_email_address OR
    to: sender_email_address OR after:2023-9-15। sender_email_address-এর জায়গায়, যে ইমেইল আইডি আপনি মুছতে চান সেটি লিখুন। তারপর আপনাকে সেই তারিখটি লিখতে হবে যার জন্য মেলগুলি ডিলিট করা হবে।
  • সার্চ করার পরে, ইনবক্সের একদম উপরে চেকবক্সে ক্লিক করুন। তারপর একটি টেক্সট সব সিলেক্ট করুন। এর পরে সমস্ত সিলেক্ট করা মেলগুলি মুছে ফেলা হবে।
  • তারপর ট্র্যাশ আইকনে ক্লিক করুন। এটি সমস্ত সিলেক্ট করা ইমেল মুছে ফেলবে।

এক ক্লিকে সমস্ত বাল্ক মেসেজ মুছুন:

প্রথমে ওয়েব ব্রাউজার খুলুন। তারপর জিমেল একাউন্টে লগইন করুন। তারপর আপনাকে রিফ্রেশ বোতামের সমান আপনার ইনবক্সের একদম উপরে একটি চেকবক্সে ক্লিক করতে হবে। এর সাহায্যে পেজের সমস্ত মেল ​​একই সঙ্গে মুছে ফেলা যাবে। তবে এই সব কিছু ডিলিট করার সময় খেয়াল রাখবেন, যাতে কোনওভাবে দরকারী মেল ডিলিট না হয়ে যায়।

Next Article