সামনেই দীপাবলি, ঘরের সব কিছুই পরিষ্কার করে একদম ঝকঝকে করে ফেলেছেন। কিন্তু সাধের ইলেকট্রিক স্কুটারটির দিকে নজর আছে কি? নাকি মনে করছেন এটা পরিষ্কার করা বেশ কঠিন কাজ। তাই করবেন না। কিন্তু একটা ভুলেই আপনি ডেকে আনতে পারেন, বড় কোনও বিপদ। অনেকেই মনে করেন, ইলেকট্রিক স্কুটার পরিষ্কার করা ঝামেলার কাজ। তাই মাঝে মধ্যে সার্ভিসিংয়ে দিয়ে দেন। কিন্তু এতে বেশ অনেক টাকাই খরচ হয়ে যায়। তাই আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি খুব সহজেই কোনও ঝামেলা ছাড়া আপনার ইলেকট্রিক স্কুটারটি পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখে নেওয়া যাক কোন কোন ভুলগুলো এড়িয়ে যাবেন।
ব্রাশ দিয়ে ধুলো ঝেড়ে নিন
অনেকদিন পর পর স্কুটার বা বাইক পরিষ্কার করলে, তাতে অনেক ধুলো জমে যায়। তাই প্রথমে একটি নরম ব্রাশ দিয়ে ঝেড়ে নেওয়া উচিত, যাতে কোনওভাবেই একটুও ধুলো রয়ে না যায়। এরপর শুরু হবে পরিষ্কার করার কাজ।
নরম কাপড় ব্যবহার করুন:
ইলেকট্রিক স্কুটার হোক বা বাইক, ধোয়ার সময় নরম কাপড় ব্যবহার করুন। এতে কোনওভাবেই স্কুটারে দাগ পড়বে না। আপনি চাইলে ওয়াশিং স্পঞ্জও ব্যবহার করতে পারেন। এতেও কোনও রকম দাগ পড়বে না।
বেশি জল ব্যবহার করবেন না:
ইলেকট্রিক স্কুটার পরিষ্কার করার সময় যে জিনিসটা সবার প্রথমে খেয়ালে রাখা উচিত, তা হল কোনওভাবেই বেশি জল দিয়ে ইলেকট্রিক স্কুটার ধোবেন না। এতে ব্যাটারিতে জল ঢুকে যেতে পারে। তাই কাপড় দিয়ে মুছে ফেলার পরে, সামান্য একটু জলে কাপড়টি ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। কোনওভাবেই যাতে জলের প্রেসার বেশি না থাকে, সেদিকেও নজর রাখতে হবে।
ঠান্ডা জায়গায় রাখুন:
স্কুটারটি ধোয়া হয়ে গেলে, সেটিকে শোকানোর জন্য ভুলেও রোদে রাখবেন না। সব সময় ঠান্ডা জায়গায় রাখুন, যাতে কোনওভাবেই ইলেকট্রিক স্কুটারের ডিসপ্লেতে জলীয় বাস্প না ঢুকে যায়।