Amazon Prime-এ দেখুন নতুন নতুন সিনেমা আর ওয়েব সিরিজ, ফ্রিতে পেয়ে যাবেন মেম্বারশিপ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 11, 2023 | 10:49 AM

Amazon Prime Membership: অ্যামাজন প্রাইম মেম্বারশিপ কীভাবে ফ্রিতে পাওয়া যাবে? এর জন্য আপনি অ্যামাজন প্রাইম ফ্রি ট্রায়াল কিংবা Jio-এর রিচার্জ প্ল্যান করতে পারেন। তার জন্য আপনাকে শুধু ফোনের রিচার্জের টাকাই খরচ করতে হবে।

Amazon Prime-এ দেখুন নতুন নতুন সিনেমা আর ওয়েব সিরিজ, ফ্রিতে পেয়ে যাবেন মেম্বারশিপ

Follow Us

অ্যামাজন প্রাইম হোক কিংবা নেটফ্লিক্স, আজকাল বহু মানুষই সিমেনা হলের সঙ্গে সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ়, সিনেমা দেখতে পছন্দ করেন। তবে এর একটাই সমস্যা, তা হল অনেক টাকা দিয়ে মেম্বারশিপ করতে হয়। এবার সেই মেম্বারশিপই যদি আপনি বিনামূল্যে পান, তাহলে কেমন হবে? এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, অ্যামাজন প্রাইম মেম্বারশিপ কীভাবে ফ্রিতে পাওয়া যাবে? এর জন্য আপনি অ্যামাজন প্রাইম ফ্রি ট্রায়াল কিংবা Jio-এর রিচার্জ প্ল্যান করতে পারেন। তার জন্য আপনাকে শুধু ফোনের রিচার্জের টাকাই খরচ করতে হবে। সেই রিচার্জেই আপনি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ। দেখে নিন সেসব উপায়।

কীভাবে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ফ্রিতে পাবেন?

বিনামূল্যে অ্যামাজন প্রাইম দেখতে অ্যামাজন প্রাইম ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে লগইন করতে হবে। আপনি যদি অ্যাকাউন্টে লগইন করতে না চান, তবে আপনি একটি নতুন অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। এখন এখানে 30-day trial অপশনে ক্লিক করুন। এর পর পেমেন্ট করার অপশন আসবে, আপনি ক্রেডিট/ডেবিট বা এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন আপনি 30 দিনের ট্রায়াল মেম্বারশিপ পাবেন।

এই প্ল্যানটি নেওয়ার পরে, 30 দিনের বৈধতা শেষ হওয়ার পরে, আপনার অ্যাকাউন্ট থেকে 1499 টাকা কেটে নেওয়া হবে। তবে আপনি যদি এই প্ল্যানটি নিতে না চান, তবে আপনি এটি সরিয়েও নিতে পারেন। কিন্তু 30 দিন শেষ হওয়ার আগে বাতিল না করাই ভাল। করলেও খুব সাবধানে বাতিল করুন।

Jio-এর এই প্ল্যানগুলিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন-

Jio-এর রিচার্জ প্ল্যানগুলিতে, আপনি শুধুমাত্র Amazon Prime-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনই পাচ্ছেন না, Netflix-এর সাবস্ক্রিপশনও ​​পাচ্ছেন। Jio-এর 699 টাকার রিচার্জ প্ল্যানে, আপনি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং, মোট 100 GB ডেটা এবং 100 SMS এর সুবিধা পাবেন।

Jio-এর 599 টাকার পোস্টপেড প্ল্যান-

এই প্ল্যানে আপনি পাচ্ছেন আনলিমিটেড কলিং, মোট 100 জিবি ডেটা। এই প্ল্যানে আপনি Netflix এবং Amazon Prime-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।