হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ ফরোয়ার্ড করার সময় একে একে পাঠাতে হয়। সেই কাজ যেমন সময় সাপেক্ষ তেমন বিরক্তিকরও বটে। এবার সেই সমস্যারই সমাধান করল মেটা। মেটার তরফে জানানো হয়েছে, এবার থেকে ব্যবহারকারীরা কোনও মেসেজ ফরওয়ার্ড করার সময় গ্রুপ তৈরি করা নিতে পারবেন। গ্রুপ তৈরি করার ফিচারটি একেবারেই নতুন নয়। এর আগে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করার সময় গ্রুপ ব্যবহার করা যেত। আবার একদম প্রথমে কোম্পানিটি চ্যাট করার জন্য আলাদা করে গ্রুপ তৈরি করার ফিচার এনেছিল, যা বর্তমানে একটি প্রয়োজনীয় ফিচার হয়ে উঠেছে। সেই সব কিছুকে মাথায় রেখেই মেটা ‘Group Creation’ ফিচার নিয়ে এল। এতে আপনি যখনই কোনও মেসেজ ফরওয়ার্ড করবেন, তখন একটি গ্রুপ বানিয়ে নিতে পারবেন। সেই গ্রুপে মেসেজটি ফরওয়ার্ড করলেই আপনি যার যার কাছে পাঠাতে চেয়েছিলেন, তাদের কাছে পৌছিয়ে যাবে। হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণ 2.23.16.3-এ আপনি এই নতুন ফিচারটি পেয়ে যাবেন। গ্রুপ তৈরির প্রক্রিয়াটি খুবই সহজ।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে মেসেজ ফরওয়ার্ড করার সময় গ্রুপ তৈরি করবেন?
এই ফিচারটি এখনও সবার জন্য আনা হয়নি। শুধু অ্যান্ডরয়েড WhatsApp বিটা ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। Google Play Store থেকে Android সংস্করণের সর্বশেষ WhatsApp বিটা আপডেট করে থাকলেও আপনি এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে কোম্পানিটি শীঘ্রই এই নতুন ফিচারটি সবার জন্য আনতে চলেছে।