WhatsApp Video Message Feature: মেটা WhatsApp-এ একের পর এক নতুন নতুন ফিচার যোগ করছে। কখনও স্টেটাস আবার কখনও মেসেজ। সেই মতোই আবারও WhatsApp অ্যাপটিতে একটি নতুন ‘Short Video Message Feature’ নিয়ে এল। এই ফিচারের সুবিধা হল, আপনি চ্যাটের সময় রেকর্ড করা ভিডিয়ো পাঠাতে পারবেন। কোম্পানির মতে, ব্যবহারকারীরা যাতে মেসেজ করার সময় আরও ভাল অভিজ্ঞতা পায়, তার জন্যই আনা হয়েছে। এখনও পর্যন্ত যদি কোনও ব্যক্তি অ্যাপটিতে কাউকে ভিডিয়ো শেয়ার করতেন, তবে এর জন্য গ্যালারিতে গিয়ে ভিডিয়ো সিলেক্ট করে তা পাঠাতে হত। এতে সব থেকে বড় সমস্যা এটাই হত যে, সহজে ভিডিয়োটি খুঁজে পাওয়া যেত না। কিন্তু এবার সেই সমস্যার সমাধান করতেই মেটা হোয়াটসঅ্যাপে শর্ট ভিডিয়ো মেসেজ ফিচার চালু করেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে?
এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে?
এই ফিচারে আপনি চ্যাটের সময় মেসেজ হিসেবে ভিডিয়োও পাঠাতে পারবেন, যা আপনি চ্যাটের মধ্য়েই রেকর্ড করতে পারবেন। এই ভিডিয়োটি 60 সেকেন্ড রেকর্ড করতে পারবেন। তবে এই ভিডিয়ো মেসেজে কোনও সাউন্ড থাকবে না। আপনি যদি সাউন্ড দিয়েও রেকর্ড করেন, তাও যখন পাঠাবেন, সেটি নিজে থেকেই মিউট হয়ে যাবে। অর্থাৎ আপনি যাকে পাঠাবেন, সে সেই ভিডিয়োয় কোনও শব্দ শুনতে পাবেন না। সে যদি অডিও শুনতে চায়, তাহলে তাকে সেই অডিও অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটি ভাল। কারণ অনেক সময় এমন হয়, কেউ ভয়েস মেসেজ পাঠালেও কিছু কিছু ক্ষেত্রে তা শোনা হয় না। মানে আপনি এমন একটি জায়গায় আছেন, যেখানে ভয়েস মেসেজ শুনতে পারবেন না। সেক্ষেত্রে এটি ভাল উপায়। আপনি কোনও সাউন্ড ছাড়াই ভিডিয়োটি দেখে নিতে পারবেন।
sometimes you just have to see it to believe it ? now you can capture the moment right when it happens with a Video Message. pic.twitter.com/QiDTRhRRJ6
— WhatsApp (@WhatsApp) July 27, 2023
কীভাবে ভিডিয়ো রেকর্ড করবেন?