WhatsApp-এর নয়া চমক! গ্যালারি না কাজে লাগিয়েই সরাসরি 60 সেকেন্ডের শর্ট ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 28, 2023 | 5:00 PM

WhatsApp Latest Features: মেটা হোয়াটসঅ্যাপে শর্ট ভিডিয়ো মেসেজ ফিচার চালু করেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে? আর কীভাবেই বা ভিডিয়ো রেকর্ড করবেন?

WhatsApp-এর নয়া চমক! গ্যালারি না কাজে লাগিয়েই সরাসরি 60 সেকেন্ডের শর্ট ভিডিয়ো

Follow Us

WhatsApp Video Message Feature: মেটা WhatsApp-এ একের পর এক নতুন নতুন ফিচার যোগ করছে। কখনও স্টেটাস আবার কখনও মেসেজ। সেই মতোই আবারও WhatsApp অ্যাপটিতে একটি নতুন ‘Short Video Message Feature’ নিয়ে এল। এই ফিচারের সুবিধা হল, আপনি চ্যাটের সময় রেকর্ড করা ভিডিয়ো পাঠাতে পারবেন। কোম্পানির মতে, ব্যবহারকারীরা যাতে মেসেজ করার সময় আরও ভাল অভিজ্ঞতা পায়, তার জন্যই আনা হয়েছে। এখনও পর্যন্ত যদি কোনও ব্যক্তি অ্যাপটিতে কাউকে ভিডিয়ো শেয়ার করতেন, তবে এর জন্য গ্যালারিতে গিয়ে ভিডিয়ো সিলেক্ট করে তা পাঠাতে হত। এতে সব থেকে বড় সমস্যা এটাই হত যে, সহজে ভিডিয়োটি খুঁজে পাওয়া যেত না। কিন্তু এবার সেই সমস্যার সমাধান করতেই মেটা হোয়াটসঅ্যাপে শর্ট ভিডিয়ো মেসেজ ফিচার চালু করেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে?

এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে?

এই ফিচারে আপনি চ্যাটের সময় মেসেজ হিসেবে ভিডিয়োও পাঠাতে পারবেন, যা আপনি চ্যাটের মধ্য়েই রেকর্ড করতে পারবেন। এই ভিডিয়োটি 60 সেকেন্ড রেকর্ড করতে পারবেন। তবে এই ভিডিয়ো মেসেজে কোনও সাউন্ড থাকবে না। আপনি যদি সাউন্ড দিয়েও রেকর্ড করেন, তাও যখন পাঠাবেন, সেটি নিজে থেকেই মিউট হয়ে যাবে। অর্থাৎ আপনি যাকে পাঠাবেন, সে সেই ভিডিয়োয় কোনও শব্দ শুনতে পাবেন না। সে যদি অডিও শুনতে চায়, তাহলে তাকে সেই অডিও অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটি ভাল। কারণ অনেক সময় এমন হয়, কেউ ভয়েস মেসেজ পাঠালেও কিছু কিছু ক্ষেত্রে তা শোনা হয় না। মানে আপনি এমন একটি জায়গায় আছেন, যেখানে ভয়েস মেসেজ শুনতে পারবেন না। সেক্ষেত্রে এটি ভাল উপায়। আপনি কোনও সাউন্ড ছাড়াই ভিডিয়োটি দেখে নিতে পারবেন।


কীভাবে ভিডিয়ো রেকর্ড করবেন?

  • এই ভিডিয়ো মেসেজ রেকর্ড করতে, আপনাকে চ্যাটে ভিডিয়ো আইকনে ট্যাপ করতে হবে এবং তারপর ভিডিয়ো রেকর্ড করতে হবে।
  • আপনি যদি হ্যান্ডস ফ্রি হয়ে ভিডিয়ো রেকর্ড করতে চান, তবে এর জন্য আপনাকে ভিডিয়োটি সোয়াইপ করতে হবে।
  • এতে ভিডিয়োটি লক হয়ে যাবে এবং আপনি ফোনটি কোথাও রেখে সহজেই ভিডিয়ো রেকর্ড করতে পারবেন।
  • কোম্পানির অন্যান্য ফিচারের মতো, ভিডিয়ো মেসেজগুলিও এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হবে বলে জানিয়েছে কোম্পানি।
  • হোয়াটসঅ্যাপ এই আপডেটটি সবার জন্য রোল আউট করা শুরু করেছে। আপনি যদি এই আপডেটটি এখনও না পেয়ে থাকেন, তবে অ্যাপটি একবার আপডেট করুন। তার জন্য আপনি Goggle Play store-এ গিয়ে অ্যাপটি আপডেট করে নিতে পারেন। এখনও পর্যন্ত iOS ইউজ়ারদের জন্য এই ফিচার আসেনি।
Next Article