Message Scam: অনেকের ফোনে আসছে এই মেসেজ, ভুলেও খুলবেন না; নইলে সব লুট!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 24, 2023 | 11:41 AM

Pop Up Message Scam: গুরুগ্রামে অবস্থিত কল সেন্টার থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্যাংটি একটি পপআপের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে একটি মেসেজ পাঠাত। আর সেই মেসেজগুলি এমনভাবে পাঠানো হত, যা দেখে মনে হত মেসেজটি কোনও সংস্থার দ্বারা পাঠানো হয়েছে। এসব মেসেজ দিয়ে তারা বিদেশিদের সঙ্গেও প্রতারণা করত।

Message Scam: অনেকের ফোনে আসছে এই মেসেজ, ভুলেও খুলবেন না; নইলে সব লুট!

Follow Us

আজকাল জালিয়াতির সংখ্য যেভাবে বাড়ছে, তাতে স্মার্টফোন ব্যবহার করার সময় অনেক দিকে একসঙ্গে নজর রাখতে হবে। কারণ একটি ভুল আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্মার্টফোনটি খুব ভেবেচিন্তে ব্যবহার করুন। কারন এই স্মার্টফোনের জন্যই আপনি গ্রফতার হতে পারেন। তারপর আর কী! জায়গা হবে জেলে। সম্প্রতি, এমন একটি র‌্যাকেট ফাঁস হয়েছে এবং পুলিশ অনেককে গ্রেপ্তারও করেছে। জেনে নিন কীভাবে এই গ্যাং কাজ করছে।

কীভাবে এই স্ক্যাম করা হত?

গুরুগ্রামে অবস্থিত কল সেন্টার থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্যাংটি একটি পপআপের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে একটি মেসেজ পাঠাত। আর সেই মেসেজগুলি এমনভাবে পাঠানো হত, যা দেখে মনে হত মেসেজটি কোনও সংস্থার দ্বারা পাঠানো হয়েছে। এসব মেসেজ দিয়ে তারা বিদেশিদের সঙ্গেও প্রতারণা করত। এই ফাঁদে ফেলেছিল বহু মানুষকে। এছাড়াও, যখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুটে নেওয়া হয়।

এর সাহায্যে স্ক্যামাররা বিদেশিদের রিমোট এক্সেস নিতেন। এ জন্য Anydesk, Team Viewer, Ultra Viewer-এর মতো অ্যাপ ব্যবহার করা হত। কারিগরি সহায়তা দেওয়ার নামে জনগণের অ্যাকাউন্ট থেকে 500 থেকে এক হাজার ডলার উধাও হয়ে যায়। তারপরে পুলিশ তদন্ত করে দেখে, মানুষের অ্যাকাউন্ট থেকে মোট প্রায় 70 থেকে 80 হাজার টাকা তোলা হয়েছে।

এই ধরনের স্ক্যাম থেকে কীভাবে বাঁচবেন?

এই ধরনের মেসেজ থেকে নিজেকে রক্ষা করার জন্য, আপনাকে বিশেষ কিছু করার দরকার নেই। আপনাকে কেবল এই ধরনের পপআপগুলি এড়াতে হবে। এই কারণে, আপনার ফোন, ট্যাবলেট এবং কম্পিউটারে ম্যালওয়্যার ফাইল ইনস্টল করা যেতে পারে এবং যে কেউ আপনার ফোন হ্যাক করতে পারে। এর সাহায্যে হ্যাকাররা আপনার ফোন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পেতে পারে। তাই কোনও রকম পপআপ মেসেজে ক্লিক করবেন না।

Next Article