Tips To Find Lost TWS: ট্রু ওয়্যারলেস ইয়ারবাড যেন আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। প্রফেশনাল লুক, দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটির মিশেলে বিভিন্ন ব্র্যান্ড তাদের তাক লাগানো TWS ইয়ারবাডগুলি বাজারে নিয়ে এসেছে। কিছু ইয়ারবাডের দাম বেশি, কিছুর আবার অনেকটাই কম। এদের মধ্যে Samsung এবং Apple-এর মতো ব্র্যান্ডগুলি তদারে সফিস্টিকেটেড সফটওয়্যারের ইয়ারবাড নিয়ে এসেছে। তবে ইয়ারবাড, তা সে দামি হোক বা কম দামি, হারিয়ে গেলে আমাদের মহা সমস্যায় পড়তে হয়। অনেকেই হয়তো জানেন না যে, ইয়ারবাড হারিয়ে গেলে বা কোথাও যদি তা ফেলে আসেন, ট্র্যাক করারও একাধিক উপায় আছে। এক-একটা ব্র্যান্ডের জন্য ইয়ারবাড ট্র্যাক করার পদ্ধতিও ভিন্ন। Samsung Galaxy ইয়ারবাড, Apple Airpods এবং অন্যান্য ব্র্যান্ডের ইয়ারবাড বা হেডফোন হারিয়ে গেলে কীভাবে আপনি সেগুলি ট্র্যাক করবেন, সেই পদ্ধতিটা জেনে নিন।
হারিয়ে যাওয়া Samsung Galaxy ইয়ারবাড ট্র্যাক করবেন কীভাবে
স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাডগুলি কাজ করে SmartThings Find অ্যাপের মাধ্যমে। আপনার গ্যালাক্সি ইয়ারবাডে ব্যাটারি অবশিষ্ট থাকলে এবং তা আপনার ফোনের সঙ্গে কানেক্টেড থাকলেই আপনি গ্যালাক্সি ওয়্যারেবলগুলি ট্র্যাক করতে পারবেন।
গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপ খুলে আপনাকে ফাইন্ড মাই ইয়ারবাড অপশনে ট্যাপ করতে হবে। সেখান থেকে স্টার্ট বাটনে ট্যাপ করলেই একটি বিপ শব্দ শুনতে পারবেন এবং সেখাবন থেকেই লোকেশন ট্র্যাক করতে পারবেন। পুরোটাই হবে মোবাইল অ্যাপটি থেকে। এখান থেকে একটি ম্যাপ দেখতে পাবেন নেভিগেট করলেই গুগল ম্যাপসের টার্ন বাই টার্ন ওয়াকিং ডিরেকশনে আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, যেখানে আপনার ইয়ারবাডটি রয়েছে।
হারানো বা চুরি যাওয়া Apple AirPods ট্র্যাক করবেন কীভাবে
গ্যালাক্সি ওয়্যারেবলের মতো একই ভাবে কাজ করে Apple-এর ফাইন্ড মাই অ্যাপ্লিকেশন। সেখানে আপনি ফাইন্ড মাই নেটওয়ার্ক অপশনটিও দেখতে পাবেন। এখান থেকে হাজার-হাজার, লাখ-লাখ Apple ডিভাইসের ব্লুটুথ সিগন্যাল খুঁজে পাওয়া যায়, যেগুলি আদতে হারিয়ে গিয়েছে বা চুরি গিয়েছিল। অনন্য এই নেটওয়ার্ক ট্র্যাকিং ফিচারটি কাজ করে এয়ারপড অফলাইনে থাকলেও।
এখন আপনি যদি AirPods হারিয়ে ফেলেন, তাহলে ফোন থেকে ফাইন্ড মাই অ্যাপ খুলে ডিভাইস সেকশন থেকে Airpods অপশনটি সিলেক্ট করুন। অ্যাপটি এবার দেখাবে, আপনার ডিভাইসের এক্কেবারে শেষ লোকেশনটি এবং সেটা ম্যাপেই দেখানো হবে। এখান থেকে প্লে সাউন্ড অপশনে ট্যাপ করলে আপনি একটা শব্দ শুনতে পাবেন এবং তা আপনার এয়ারপডের লোকেশন খুঁজতে সাহায্য করবে। এয়ারপডটি যদি অনেক দূরে দেখায়, তাহলে গেট ডিরেকশনস অপশনটি বেছে নিয়ে Apple Maps লঞ্চ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার এয়ারপডের যথাযথ লোকেশন খুঁজে পেতে ওয়াকিং ডিরেকশন দেওয়া হবে আপনাকে।
অন্যান্য ইয়ারবাড বা হেডফোনগুলি কীভাবে খুঁজবেন
অন্যান্য যে কোনও ব্র্যান্ডের ইয়ারবাড ট্র্যাক করার জন্য আপনাকে Google-এর ইন্টিগ্রেটেড ফাইন্ড মাই ডিভাইস সিস্টেমের সাহায্য নিতে হবে। তার জন্য গুগল প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপরে আপনার ইয়ারবাড ডিভাইসটি সিলেক্ট করুন এবং তার এন্ট্রিতে ট্যাপ করুন। সেখান থেকেই আপনার সর্বশেষ রেকর্ডেড লোকেশন সম্পর্কে জানতে পারবেন। পরে সেই লোকেশনে পৌঁছতে ডিরেকশনও পেয়ে যাবেন।