Spam টেক্সটে জেরবার? রুখতে পারেন Google Message থেকেই, জেনে নিন পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 24, 2023 | 3:41 PM

Google Message-এ স্প্যাম এবং ফিশিং মেসেজের সঙ্গে কীভাবে যুঝবেন সাধারণ মানুষ? তার থেকেও বড় প্রশ্ন হল, একসঙ্গে সেই মেসেজগুলিকেই বা কীভাবে ডিলিট করবেন? ভয়ঙ্কর এই সমস্যার সমাধানে সবার প্রথমে আপনাকে স্প্যাম মেসেজ রিপোর্ট করতে হবে। তারপরেই আপনাকে জেনে নিতে হবে, গুচ্ছের ওটিপি একসঙ্গে কীভাবে ডিলিট করবেন।

Spam টেক্সটে জেরবার? রুখতে পারেন Google Message থেকেই, জেনে নিন পদ্ধতি
স্প্যাম মেসেজ হইতে সাবধান!

Follow Us

অনেক Android ব্যবহারকারীর জন্যই Google Message হল ডিফল্ট মেসেজিং অ্যাপ। এর ন্যূনতম এবং কার্যকরী ইউজার ইন্টারফেসের কারণে ব্যবহার করাটাও খুব সহজ। তবে গুগল মেসেজ ব্যবহার করেন বলে স্প্যাম টেক্সট থেকে নিস্তার নেই আপনার। অন্যান্য মেসেজিং অ্যাপের মতো গুগল মেসেজেও স্প্যাম টেক্সটে ভরপুর। প্রতিদিন অগুনতি স্প্যাম মেসেজ এসে যাচ্ছে, যা অনেকের ক্ষেত্রেই সমস্যার। প্রথমত, ভুলভাল মেসেজে ইনবক্সটা ভরে যায় এবং দ্বিতীয়ত তার ফলে নির্দিষ্ট একটা জরুরি মেসেজ খুঁজতে গিয়ে ব্যবহারকারীদের গোত্তা খেতে হয়।

এখন প্রশ্ন হচ্ছে, Google Message-এ স্প্যাম এবং ফিশিং মেসেজের সঙ্গে কীভাবে যুঝবেন সাধারণ মানুষ? তার থেকেও বড় প্রশ্ন হল, একসঙ্গে সেই মেসেজগুলিকেই বা কীভাবে ডিলিট করবেন? ভয়ঙ্কর এই সমস্যার সমাধানে সবার প্রথমে আপনাকে স্প্যাম মেসেজ রিপোর্ট করতে হবে।

Google Message-এ স্প্যাম মেসেজ কীভাবে রিপোর্ট করবেন?

* প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল মেসেজেস অ্যাপটি খুলুন।

* সেই মেসেজটি খুঁজে বের করুন, যা স্প্যাম এবং যার বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে চান। হতে পারে সেই মেসেজ একজন গাড়ির ডিলারের পাঠানো বা টেলিকম কর্মীর ভেক ধরে জালিয়াতের পাঠানো মেসেজ।

* মেসেজটি খুঁজে পেলেই তাতে লং-প্রেস করুন।

* এবার উপরের ডান দিকের কর্নারে থ্রি-ডট মেনু দেখতে পাবেন।

* ব্লক অপশনটি খুঁজুন এবং তাতে ট্যাপ করুন।

* আপনার সামনে এবার একটি পপআপ খুলে যাবে। সেখানেই আপনাকে জিজ্ঞেস করা হবে, স্প্যাম হিসেবে এই মেসেজটিকে রিপোর্ট করতে চান কি না। বক্সে টিক করুন এবং ব্লক অপশনে ট্যাপ করুন।

* এই ভাবেই আপনি স্প্যাম মেসেজ ব্লক ও রিপোর্ট করতে পারবেন।

এখান থেকে আপনি স্প্যাম মেসেজ পাঠানো উৎসটিকে আটকাতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রতারকরা কিন্তু আবারও অন্য একটি নম্বর থেকে আপনার স্প্যাম টেক্সট পাঠাতে পারে। তাই, কোন টেক্সট ক্ষতিকারক হতে পারে সেই দিকে খেয়াল রাখুন এবং সেই টেক্সটে রিপ্লাই করা বা তাতে আসা কোনও লিঙ্কে ক্লিক করাও বন্ধ করুন। তার থেকেও বড় কথা হল, মোবাইলে আসা ওটিপিগুলি একবার কাজে লেগে গেলে সেগুলিকে আপনাকে ডিলিট করে দিতে হবে। তার জন্য আপনার ফোনেই এমন একটা সেটিং রয়েছে, যার দ্বারা একটা OTP আসার পরে অটোমেটিক্যালি তা ডিলিট হয়ে যাবে।

Android ফোনে OTP অটো ডিলিট করবেন কীভাবে

* গুগল মেসেজেস অ্যাপটি খুলে আপনাকে প্রোফাইল পিকচারে ট্যাপ করতে হবে, যা ডানদিকের উপরে কর্নারে দেখতে পাবেন।

* মেসেজ সেটিংস খুলুন।

* জেনারেলে নেভিগেট করুন।

* মেসেজ অর্গ্যানাইজ়েশনে 24 ঘণ্টার মধ্যে OTP অটো-ডিলিট করার অপশনটি টার্ন অন করে নিন।

Next Article