Smartphone Tips: পুরনো ফোন বাদ দিয়ে নতুন স্মার্টফোন কিনেছেন, এই কাজ না করলে পোহাতে হবে ভোগান্তি!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 27, 2023 | 10:42 AM

Smartphone Tricks And Tips: রনো ফোন থেকে নতুন ফোনে আনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, যাতে আপনাকে কোনও সমস্যায় পড়তে না হয়। এছাড়াও একটি নতুন ফোন ব্য়বহার করার আগে আপনাকে যে সব দিকে নজর রাখতে হবে, তাও জেনে নিন।

Smartphone Tips: পুরনো ফোন বাদ দিয়ে নতুন স্মার্টফোন কিনেছেন, এই কাজ না করলে পোহাতে হবে ভোগান্তি!

Follow Us

নতুন স্মার্টফোন কেনার পরে সবার প্রথমে যে চিন্তা থাকে, সেটি হল পুরনো ফোন থেকে নতুন ফোনে সব কিছু নিয়ে আসা। নম্বর থেকে শুরু করে ছবি, ভিডিয়ো সব কিছুই এক ফোন থেকে অন্য ফোনে আনার ঝামেলা থাকে। কখনও কখনও আবার সব কিছু নেওয়ার পরেও মনে হয়, অনেক ডেটা বাকি রয়ে গিয়েছে। এই সমস্যায় অনেককেই পড়তে হয়। আপনিও যদি একটি নতুন স্মার্টফোন কেনেন। তাহলে আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যা আপনার জন্য বিশেষ উপকারী। পুরনো ফোন থেকে নতুন ফোনে আনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, যাতে আপনাকে কোনও সমস্যায় পড়তে না হয়। এছাড়াও একটি নতুন ফোন ব্য়বহার করার আগে আপনাকে যে সব দিকে নজর রাখতে হবে, তাও জেনে নিন।

ডেটা ট্রান্সফার করুন:

পুরনো স্মার্টফোন থেকে নতুন স্মার্টফোনে আপনার গুরুত্বপূর্ণ ডেটা স্থানান্তর করার আগে একটি ব্যাকআপ নিন। তার আগে নিশ্চিত করে নেবেন যে, আপনার সমস্ত তথ্য, মেসেজ, ফটো, ভিডিয়ো, ডকুমেন্ট এবং অন্যান্য ডেটা সব ঠিকভাবে ব্যাকআপ নিয়েছে কি না। এর জন্য আপনি আপনার স্মার্টফোনের ব্যাকআপ এবং রিস্টোর ফাংশন ব্যবহার করতে পারেন। যদি সেই ধরনের কোনও অপশন না পান, তাহলে এর জন্য কোনও তৃতীয় পক্ষের অ্যাপও ব্যবহার করতে পারেন।

সেটিংস এবং অ্যাকাউন্ট:

নতুন স্মার্টফোনে আপনার পুরনো স্মার্টফোনের সেটিংস, যেমন Wi-Fi, ব্লুটুথ সব সেট করুন। এছাড়াও, নতুন স্মার্টফোনে আপনার ইমেল, ব্যাঙ্ক এবং অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট সেট আপ করে নিন। আপনি সহজেই এটি করতে পারবেন। এর জন্য নতুন স্মার্টফোনের কাস্টমাইজড পদ্ধতি ব্যবহার করতে পারেন।

অ্যাপস এবং ডেটা:

আপনার পুরনো স্মার্টফোনে সমস্ত প্রয়োজনীয় অ্যাপ নতুন স্মার্টফোনে ডাউনলোড এবং ইনস্টল করুন। আপনি অ্যাপ স্টোর ব্যবহার করে এটি করতে পারেন। এছাড়াও, আপনার পুরনো স্মার্টফোনের গ্যালারি, ভিডিয়ো এবং অন্যান্য ডেটা নতুন স্মার্টফোনে নিয়ে নিন, যাতে আপনাকে আর কোনও রকম সমস্যায় পড়তে না হয়।

সিকিউরিটি:

নতুন স্মার্টফোনে আপনার ব্যক্তিগত এবং সাধারণ নিরাপত্তা পরীক্ষা করুন। সিকিউরিটির জন্য আপনার স্মার্টফোনে পাসওয়ার্ড, পিন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান ব্যবহার করুন। আপনার স্মার্টফোনে সিকিউরিটি সেটিংস চেক করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করতে অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করুন।

Next Article