বিশ্বকাপের জন্য দিন গুনছেন ক্রিকেটপ্রেমীরা। আর 100 দিন অপেক্ষা। ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের ম্যাচ শুরু হবে 3 মাস পর অর্থাৎ 5 অক্টোবর থেকে এবং ফাইনাল ম্যাচটি হবে আহমেদাবাদে। 46 দিনের এই টুর্নামেন্টের 10টি জায়গায় 48টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু সেখানে গিয়ে আপনি সব ম্যাচ দেখতে পারবেন না। শুধু তাই নয়, বাড়িতে বসে থাকাও সম্ভব নয়, খেলা দেখার জন্য। বাড়ির বাইরে বেরতে হবে ঠিকই। কিন্তু তার মানে তো আর খেলা দেখা বন্ধ থাকতে পারে না। তাহলে একমাত্র সম্বল হল মোবাইল। কিন্তু মোবাইলে দেখবেন কীভাবে? এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। OTT প্ল্যাটফর্মগুলির বিভিন্ন প্ল্যানের মাধ্য়মে লাইভ স্ট্রিম করা যেতে পারে। কিন্তু আপনি শুধুমাত্র Disney+ Hotstar-এই আপনি এই সুবিধা পাবেন।
Disney+ Hotstar-এর 149 সস্তার প্ল্যান:
আপনি যদি একটি সস্তা প্ল্যান খুঁজে থাকেন, তবে এই প্ল্যানটি আপনার জন্য সেরা। এই প্ল্যানে আপনি 3 মাসের বৈধতা পাবেন এবং আপনি এতে সমস্ত কিছু দেখতে পারবেন। সস্তায় ক্রিকেট উপভোগ করতে, আপনি এই প্ল্যানটি রিচার্জ করে নিতেই পারেন।
Disney+ Hotstar-এর প্রিমিয়াম 1499 টাকার প্ল্যান:
Disney Hotstar-এর এই প্রিমিয়াম প্ল্যানে, কন্টেন্ট একবারে যে কোনও 4টি ডিভাইসে দেখা যাবে। এই প্ল্যানটিতে এক বছরের বৈধতা পাবেন। এতে আপনি বিজ্ঞাপন ছাড়া বিনোদন উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি একদিনের বিশ্বকাপের ম্যাচ লাইভ স্ট্রিম করতে পারবেন। অর্থাৎ ঘরে বসে ক্রিকেট দেখার সুবিধাও পাবেন।
899 টাকার সুপার প্ল্যান:
এই প্ল্যানের একটি বড় সুবিধা হল, এতে যে কোনও কন্টেন্ট একবারে 2টি ডিভাইসে দেখা যাবে। Disney + Hotstar-এর এই 899 টাকার প্ল্যানে, আপনি ICC বিশ্বকাপ লাইভ স্ট্রিম করার সুযোগও পাবেন।
Disney+ Hotstar-এর প্ল্যানে আরও অনেক সুবিধা পাবেন:
ক্রিকেট, টেনিস গ্র্যান্ড স্ল্যাম, প্রিমিয়ার লিগ ইত্যাদির মতো আনলিমিটেড লাইভ স্পোর্টস লাইভ স্ট্রিম করতে পারবেন। টিভির আগে আপনি অনেক সিনেমা, হটস্টার স্পেশাল এবং স্টার শোগুলির ডিজিটাল প্রিমিয়ার দেখতে পারেন। ডিজনি + অরিজিনালস, জনপ্রিয় ডিজনি চলচ্চিত্র এবং শিশুদের বিভিন্ন শো দেখতে পারবেন।