দোকানে জেরক্স করতে গিয়েছেন, সব ঠিক মতো করেছেন। কিন্তু বাড়ি এসে দেখলেন সব ডকুমেন্ট নেই। এদিক ওদিক খোঁজার পরেও পেলেন না। এমনকি আবার দোকানে গেলেন, তারাও কিছু বলতে পারল না। তারমানে কি ব্যাগে ভরতে গিয়ে বাইরে পড়ে গিয়েছে? এই ভেবে রাতের পর রাত ঘুম হারিয়েছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, প্যান কার্ড হারিয়ে ফেললে চিন্তা করার কোনও কারণ নেই। আপনি ডিজিটালভাবে প্যান কার্ড রাখতে পারেন। আপনি আপনার স্মার্টফোনেও সেটি সেভ করে রাখতে পারবেন। প্রয়োজনে প্রিন্টআউট করে নিন। তাহলে আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। একে ই-প্যান বলা হয়। আপনি এটি Income Tax, UTIITSL বা NSDL ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে। এটি ইলেকট্রনিক ভার্সন। এমনকি ই-প্যান ডাউনলোড করার পদ্ধতি খুবই সহজ। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ই-প্যান ডাউনলোড করবেন।
আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করুন:
আপনি যদি আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে থাকেন, তাহলে আয়কর ই-ফাইলিং ওয়েবসাইট থেকে খুব সহজেই প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আপনাকে পর পর কিছু উপায় মেনে চলতে হবে।
আপনি যদি ই-প্যান ডাউনলোড করার অপশনটি দেখতে না পান, তবে আপনাকে আগের পেজে ফিরে যেতে হবে এবং নতুন ই-প্যান অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে যে যে অপশনগুলি দেখবে সেভাবে ক্লিক করতে করতে যান। এছাড়াও, আপনার ডাউনলোড করা PDF ফাইলটি যদি পাসওয়ার্ড সুরক্ষিত থাকে। তাই তার জন্য আপনাকে আপনার জন্মের তারিখ পাসওয়ার্ড হিসেবে দিতে হবে, যা DDMMYYYY ফরম্যাটে হবে।
তবে একটা জিনিস খেয়াল রাখবেন। বর্তমানে প্রচুর জালিয়াতি হচ্ছে। তাই অনলাইনে এই ধরনের কাজ করার সময় ভাল করে দেখে নেবেন আপনি সঠিক ওয়েবসাইটটিতেই ঢুকেছেন কি না। নাহলে বড় কোনও বিপদ ঘটে যেতে পারে।