ভারতীয়দের Android ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাঠাবে Google

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 28, 2023 | 3:34 PM

Android Earthquake Alert System: Android 5 ও তার পরবর্তী সমস্ত অ্যান্ড্রয়েড ভার্সনেই আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ফিচারটি চলে আসবে সামনের সপ্তাহ অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই। তার জন্য ইউজারদের প্রয়োজন Wi-Fi বা সেলুলার ডেটা কানেক্টিভিটি।

ভারতীয়দের Android ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাঠাবে Google
ভারতে অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট ফিচার নিয়ে এল গুগল।

Follow Us

Google তার ব্যবহারকারীদের ভূমিকম্পের অ্যালার্ট দিতে থাকে। কিন্তু Android মোবাইলের জন্য এই পরিষেবাটি ভারতের ব্যবহারকারীদের নাগালে ছিল না। গুগলের সেই অত্যন্ত জরুরি Earthquake Alert System এবার ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে। একটি ব্লগপোস্টে গুগলের তরফ থেকে বলা হচ্ছে, ভারতে ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসের সঙ্গে জুটি বেঁধে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমটি লঞ্চ করেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিল্ট-ইন সেন্সর ব্যবহার করে এই পরিষেবা, যাকে আমরা অ্যাক্সিলারোমিটার বলেই চিনি। ব্লগে এ-ও উল্লেখ করা হয়েছে, অ্যাক্সিলারোমিটারগুলি মিনিয়েচার সিসমোমিটার হিসেবেও কাজ করে।

ভূমিকম্প হল এমনই প্রাকৃতিক বিপর্যয়, যার ইঙ্গিত পেলে মানুষ আগেভাগে সতর্ক থাকতে পারেন, জীবন বাঁচাতে পারেন এবং সম্পত্তি রক্ষা পর্যন্ত করতে পারেন। সেই দিক থেকে বুঝতেই পারছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কীভাবে কাজ করবে এই পরিষেবা, আপনার অ্যান্ড্রয়েড ফোনেও কী ফিচারটি রয়েছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

কীভাবে কাজ করবে

Google তার ব্লগপোস্টে উল্লেখ করেছে, যখন একটি অ্যান্ড্রয়েড ফোন ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করে, তখন এটি একটি কেন্দ্রীয় সার্ভারে তার তথ্য পাঠায়। ঠিক এরকম ভাবেই যদি একই এলাকায় একাধিক ফোন একই রকম কম্পন শনাক্ত করে, তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র এবং মাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুমান করতে পারে। সেই সব তথ্য এককাট্টা করেই অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে বার্তা পাঠানো হয়। এই সতর্কবার্তা আলোর থেকেও দ্রুত গতিতে অ্যান্ড্রয়েড ফোনগুলিতে পৌঁছে যায়।

এই অ্যালার্টগুলি এমনই ভাবে ডিজ়াইন করা হয়েছে, যা ইউজ়ার-ফ্রেন্ডলি। বিভিন্ন আঞ্চলিক ভারতীয় ভাষায় সতর্কবার্তা পৌঁছে যাবে ব্যবহারকারীদের কাছে। ফলে, তা দেশের একটা বড় অংশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য খুবই সুবিধাজনক হয়ে উঠবে।

কোন কোন Android ডিভাইসে ফিচারটি সাপোর্ট করবে

Android 5 ও তার পরবর্তী সমস্ত অ্যান্ড্রয়েড ভার্সনেই আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ফিচারটি চলে আসবে সামনের সপ্তাহ অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই। তার জন্য ইউজারদের প্রয়োজন Wi-Fi বা সেলুলার ডেটা কানেক্টিভিটি। অর্থাৎ মোবাইল ডেটা বা ওয়াই-ফাই অন করে রাখলেই ফিচারটি উপভোগ করতে পারবেন আপনি। তাছাড়া আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট ও লোকেশন সেটিংস সক্রিয় করে রাখতে হবে। এখন কেউ যদি এই অ্যালার্ট না পেতে চান, তাহলে তাঁকে ডিভাইসের সেটিংস থেকে Earthquake Alerts টার্ন অফ করে রাখতে হবে।

Next Article