অহেতুক ভুল বোঝাবুঝি বন্ধ করবে WhatsApp-এর অত্যন্ত জরুরি এই ফিচার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 14, 2023 | 9:05 AM

WhatsApp Edit Feature: অনেক সময় WhatsApp-এ গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে গিয়ে কিছু ভুলচুক হয়ে থাকে। কখনও টাইপো, কখনও আবার শব্দ এদিক-সেদিক হয়ে গিয়ে ভুল বার্তা পৌঁছে যায়। আর তা থেকে তৈরি হয় অহেতুক ভুল বোঝাবুঝি। সেই সমস্যা থেকেই আপনাকে সুরাহা দিতে চলেছে জাস্ট একটা এডিট বাটন।

অহেতুক ভুল বোঝাবুঝি বন্ধ করবে WhatsApp-এর অত্যন্ত জরুরি এই ফিচার
একবার এডিট বাটনে ক্লিক করলেই আপনার ভুল মেসেজ হয়ে যাবে ঠিক।

Follow Us

WhatsApp সম্প্রতি তার ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি একটি ফিচার নিয়ে হাজির হয়েছে। এযাবৎকালে হোয়াটসঅ্যাপের সবথেকে জরুরি ফিচার, যার মাধ্যমে আপনি চ্যাট এডিট করতে পারবেন। হ্যাঁ, বিগত কয়েক মাসে হোয়াটসঅ্যাপ আপনার কাছে বেশ কিছু জরুরি ফিচার দিয়েছে। একাধিক ফোন থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন, আপনার অতি গোপনীয় চ্যাট লক করে রাখা, আর এখন এডিট বাটন, যা আপনাকে আর বিব্রত হতে দেবে না। অনেক সময় WhatsApp-এ গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে গিয়ে কিছু ভুলচুক হয়ে থাকে। কখনও টাইপো, কখনও আবার শব্দ এদিক-সেদিক হয়ে গিয়ে ভুল বার্তা পৌঁছে যায়। আর তা থেকে তৈরি হয় অহেতুক ভুল বোঝাবুঝি। সেই সমস্যা থেকেই আপনাকে সুরাহা দিতে চলেছে জাস্ট একটা এডিট বাটন।

এই ফিচার এখন সকলেই দেখতে পাবেন, ব্যবহারও করতে পারবেন। তার জন্য আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে। সেই মেসেজটাকে সিলেক্টও করতে হবে। সেখানেই থাকবে একাধিক অপশন, যার মধ্যে নবতম সংযোজনটি হল এডিট। এখন আপনি যদি এই অপশনটি দেখতে না পান, তাহলে আপনাকে WhatsApp অ্যাপটি একবার আপডেট করে নিতে হবে।

একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করার থেকে তা এডিট করা অনেক ভাল। কারণ, মাথায় রাখবেন পাঠিয়ে দেওয়া একটা মেসেজ ডিলিট করে দিলে প্রাপকের কাছে তা অন্য বার্তা পৌঁছে দেয়। তাছাড়াও একটা মেসেজ ডিলিট করে দিলে তা তো আবার নতুন করে লিখতেও হবে। তার চেয়ে বরং ভাল টুক করে সেই মেসেজটা এডিট করে নিলেন। এখন কী করে সেই মেসেজ আপনি এডিট করবেন, সেই পদ্ধতিটা জেনে নিন।

WhatsApp Edit Feature: টুক করে হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করার পদ্ধতি

1) প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন এবং যে কোনও একটি চ্যাটে চলে যান।

2) যে মেসেজে আপনি ভুল লিখেছেন বা ভুলবশত পাঠিয়ে দিয়েছিলেন, সেটায় একটু বেশিক্ষণ প্রেস করুন।

3) এবার আপনি দেখতে পাবেন Edit Message অপশনটি। সেখানে গিয়ে মেসেজটি এডিট করুন।

মাথায় রাখতে হবে

এক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। একটা মেসেজ এডিট করার জন্য আপনি কেবলই 15 মিনিট সময় পাবেন। তার মধ্যেই আপনাকে মেসেজটি এডিট করে নিতে হবে। আরও একটা বিষয় হল, আপনি যে চ্যাটটি এডিট করেছেন, তা কিন্তু প্রাপক অর্থাৎ যাঁকে পাঠালেন তিনি বুঝতে পারবেন না।

Next Article