ভারতের Android স্মার্টফোনের জন্য ভূমিকম্পের সতর্কতা দেওয়ার ফিচারটি নিয়ে এসেছে Google। সেই অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমটি বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়ে গেলেও ভারতে এতদিন তা ছিল না। সেই অপেক্ষারই অবসান ঘটল এবার। কম্পন শুরু হওয়ার আগেভাগেই এই ফিচারের মাধ্যমে Android স্মার্টফোন ব্যবহারকারীরা সতর্ক হয়ে যেতে পারবেন। ফলে, নিজেদের বাড়ির আসবাবপত্র-সহ অন্যান্য জরুরি জিনিস অন্যত্র সরিয়ে নিরাপদে থাকতে পারবেন ইউজাররা।
এ বিষয়ে Google তার ব্লগপোস্টে লিখছে, “আমাদের সতর্কবার্তাগুলি এমনই ভাবে ডিজ়াইন করা হয়েছে যে, তা যেমন পড়াও খুব সহজ এবং ফলো করা আরও সহজ। সমস্ত ভারতীয় ভাষাতেই এই পরিষেবাটি ব্যবহারযোগ্য। ফিচারটি লঞ্চ করার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আগাম সতর্কবার্তা পাঠাতে পারব, যখন ভূমিকম্পের সম্ভাবনা থাকবে।”
কীভাবে কাজ করবে
Google-এর তরফ থেকে বলা হয়েছে, প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ছোট্ট-ছোট্ট কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলি মিনি সিজ়মোমিটার হিসেবে কাজ করতে পারে। আপনি যখন একটি ফোন প্লাগ করে চার্জ দিচ্ছেন, ভূমিকম্পের এক্কেবারে প্রাথমিক স্তরটা তখন বুঝতে পারে এই সিজ়মোমিটারগুলি। ঠিক এই ভাবে যখন একাধিক ফোন, একই সময়ে কম্পনগুলি শনাক্ত করতে পারে, ঠিক তখনই গুগল তার সার্ভার থেকে সেই তথ্যগুলিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে পারে। ভূমিকম্পের এপিসেন্টার এবং ম্যাগনিচিউড সম্পর্কেও তথ্য জানাতে পারে।
গুগল আরও জানিয়েছে যে, তাদের সার্ভার থেকে আলোর গতির থেকেও দ্রুততার সঙ্গে অ্যালার্ট পাঠানো সম্ভব হয়। সেই অ্যালার্ট এতটাই দ্রুত হয়, মাটিতে কম্পন অনুভূত হওয়ার আগেই তা পৌঁছে যায় ব্যবহারকারীদের ফোনে। তাই, আপনার বাড়ি, বা আপনি কম্পন অনুভব করার আগেই সতর্ক হয়ে জিনিসপত্র সরিয়ে রাখা সম্ভব হয়।
ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেমটি কীভাবে ব্যবহার করবেন
* ভারতের প্রত্যেক Android স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেমটি চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন 5 ও তার পরবর্তী সংস্করণগুলিতে কাজ করবে এই সিস্টেমটি।
* এই অ্যালার্ট পেতে গেলে ওয়াই-ফাই বা সেলুলার ডেটা কানেক্টিভিটি অবশ্যই অন রাখতে হবে। এছাড়াও ফোনের লোকেশন সেটিংস এবং Android Earthquake Alerts সক্রিয় করে রাখতে হবে।
* যাঁরা এই অ্যালার্টটি পেতে চান না, তাঁরা ডিভাইসের সেটিংস অপশন থেকে Earthquake Alerts টার্ন অফ করে রাখতে পারেন।
* এছাড়াও এই সিস্টেমটি Google Search-এর মাধ্যমেও স্থানীয় ভূমিকম্পের ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মানুষজনকে সজাগ করে রাখে।
ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেমটি কীভাবে সক্রিয় করবেন
* প্রথমে ফোনের সেটিংস অ্যাপটি খুলুন।
* সার্চ করুন ‘Earthquake Alerts’ অপশনটি এবং সেখানে ট্যাপ করুন।
* ‘Android Earthquake Alerts’-এর পাশেই যে টগলটি রয়েছে, তাতে ট্যাপ করুন।
* প্রম্প্ট এলে সিস্টেমটিকে আপনার লোকেশনের অ্যাক্সেস নেওয়ার অনুমতি দিন।