হোয়াটসঅ্যাপ প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। আর সম্প্রতি Channel ফিচারটি অ্যাপে যুক্ত হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার প্রিয় সেলিব্রিটির সঙ্গে কানেক্ট থাকতে পারবেন। তবে অনেকেই আছেন যারা এই আপডেটটি একেবারেই পছন্দ করছেন না। তারা তাদের হোয়াটসঅ্যাপটিকে প্রাইভেট রাখতেই পছন্দ করছেন। কারও থেকে কোনও রকম আপডেট আসুক, তা চাইছেন না। এই ফিচার আসার পর থেকেই স্ট্যাটাস বারটিকে অন্য রকম দেখতে লাগছে। সবার স্ট্যাটাস আগের মতো এক লাইনে দেখা যাচ্ছে না। আপনি যদি চ্যানেল আপডেটটি থেকে রেহাই পেতে চান, তাহলে আর জন্য একটি সহজ উপায় আছে। আপনি চ্যানেল ফিচারটিকে সরিয়ে ফেলতে পারবেন।
এইভাবে চ্যানেল আপডেটটি সরিয়ে বা লুকিয়ে ফেলুন:
সবার প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, চ্যাট ব্যাকআপ। হোয়াটসঅ্যাপ মুছে ফেলা এবং আবার ডাউনলোড করা। দ্বিতীয় পদ্ধতির জন্য আপডেট ট্যাবে যেতে হবে। এখানে View Updates অপশনে ক্লিক করুন। এতে আপনার স্ট্যাটাস উপরের দিকে দেখাতে শুরু করবে এবং চ্যানেলগুলো নিচে চলে যাবে। তার মানে উপরের দিকে এগুলো দেখতে পাবেন না। অর্থাৎ আপনি যদি কারও কোনও আপডেট দেখতে পছন্দ না করেন, তবে সেগুলি আপনাকে দেখাবে না। এই পুরো ফিচারটিই নিচে চলে যাবে। আর আপনার হোয়াটসঅ্যাপ একেবারে আগের মতোই থাকবে। তবে এই উপায়টি অ্যাপ মুছে ফেলার আগেও একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি না হয়, তখন মুছে ফেলে আবার ডাউনলোড করে নেবেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহার করবেন কীভাবে?