প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, সেই সঙ্গে বেড়েই যাবে হ্যাকারদের সংখ্যাও। আর হ্যাকারদের কাছে স্মার্টফোন হ্যাক করা সব থেকে সহজ কাজ। ফলে তারা সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিকেই বেশি বেছে নিচ্ছে। আর সেই সঙ্গে রয়েছে ফোনের বিভিন্ন সব অ্যাপ। হোয়াটসঅ্যাপ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মেসেজিং প্ল্যাটফর্ম। ভারতে লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। সাইবার জগতেও বেশ বিখ্যাত। স্ক্যাম থেকে সাইবার আক্রমণ সবই বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হচ্ছে। হ্যাকাররা স্পাইওয়্যার ম্যালওয়্যার দিয়ে ডিভাইসগুলিকে হ্যাক করতে ‘সেফচ্যাট (Safechat)’ নামে একটি ভুয়ো অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করছে। অর্থাৎ হ্যাকাররা Safechat-এর মতো দেখতে একটি নকল অ্যাপ বের করেছে। আর তা দিয়েই হ্যাক করছে। এটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডেটাই চুরি করে না বরং ফোনের কল লগ, টেক্সট এবং জিপিএস ডেটাও চুরি করছে। এই অ্যাপটি আপনার ফোনে থাকলে এখনই সেটিকে ডিলিট করে দিন।
CYFIRMA-এর গবেষকদের মতে, ‘মেজরিটি (Majority)’ নামে একটি APT হ্যাকিং গ্রুপ এই কাজ করছে। আপাতত ভারত এবং দক্ষিণ এশিয়ার ব্যবহারকারীদের লক্ষ্য করছে হ্যাকাররা। এর আগেও একটি অ্যাপের খোঁজ পাওয়া গিয়েছিল, যা খুব সহজেই মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছিল। এবার সেই কাজ করছে Safechat নামের এই নকল অ্যাপ।
সেফচ্যাট ডেটা চুরি করছে:
রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ম্যালওয়ার নিজে থেকেই ডাউনলোড হয়ে যাচ্ছে। আর ইনস্টল করার পর থেকেই অনেক কিছু অ্যাক্সেস চাইছে। তারপরে যখনই সেই সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেওয়া হচ্ছে, তখনই ম্যালওয়্যারটি ফোনের সমস্ত ডেটা চুরি করে নিচ্ছে।
কীভাবে নিরাপদ থাকবেন?
আপডেট রাখুন: সর্বদা সর্বশেষ সফ্টওয়্যার আপডেট সহ আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস রাখুন। প্রয়োজনে ভাল কোনও অ্যান্টভাইরাস ইনস্টল করুন, যাতে ম্যালওয়ার কাজ না করতে পারে।
অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে দেখে নিন:
শুধুমাত্র Android-এর ক্ষেত্রে গুগল প্লে স্টোর আর iOS-এর ক্ষেত্রে অ্যাপেল স্টোর থেকেই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করুন। কোনও অজানা লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। কারণ সেই ধরনের অ্যাপ্লিকেশনগুলিতে ম্যালওয়্যার থাকতে পারে।
অজানা লিঙ্কগুলি এড়িয়ে চলুন:
ইমেল, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে অজানা লিঙ্কগুলি খুলবেন না। এই ধরনের লিঙ্কগুলিতে ফিশিং এবং ম্যালওয়ারের ঝুঁকি রয়েছে।
পাসওয়ার্ড নিরাপদ রাখুন:
সব অ্যাকাউন্টের জন্য সঠিক, অনন্য এবং ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন। একইভাবে, ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করার অভ্যাস করুন।