Fridge Tips: কেবল গাড়ি কিংবা এসি নয়, বাড়ির ফ্রিজ সার্ভিস করান অবশ্যই, ক’দিন অন্তর দেখাবেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 03, 2023 | 2:05 PM

Refrigerator Tips: বছরের পর বছর চালু থাকার কারণে ফ্রিজের সার্ভিসিংয়ে কেউই গুরুত্ব দেয় না। এমন পরিস্থিতিতে ফ্রিজটি সার্ভিসিং না করলে, ফ্রিজে কোনও সমস্যা হলে 10 হাজার টাকা পর্যন্তও খরচ হতে পারে। এমনকী কিছু কিছু ক্ষেত্রে ফ্রিজটি একেবারেই খারাপ হয়ে যেতে পারে।

Fridge Tips: কেবল গাড়ি কিংবা এসি নয়, বাড়ির ফ্রিজ সার্ভিস করান অবশ্যই, কদিন অন্তর দেখাবেন?

Follow Us

Fridge Using Tips: আপনার বাড়ির ফ্রিজটিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে? ঠিকভাবে ঠান্ডা হতে চাইছে না বা একটুতেই ফ্রিজের বরফ গলে যাচ্ছে? তাহলে এই সমস্যার সমাধান হবে কী করে হবে? আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, এই প্রচণ্ড গরমে আপনার ফ্রিজ বন্ধ হয়ে গেলে কী হবে? এই সব সমস্যার উত্তর পেয়ে যাবেন। অনেকেই এমন আছেন, যারা সময় মতো ফ্রিজের সার্ভিসং করান না। এমনকী অনেকেই জানেন না ঠিক কখন ফ্রিজের সার্ভিসিং প্রয়োজন। তাই প্রায় প্রতিদিনই কিছু না কিছু ভুল করে বসেন, যার জন্য একটা সময় বড় খরচার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই আগে থেকেই সাবধাণ হওয়া প্রয়োজন।

বছরের পর বছর চালু থাকার কারণে ফ্রিজের সার্ভিসিংয়ে কেউই গুরুত্ব দেয় না। এমন পরিস্থিতিতে ফ্রিজটি সার্ভিসিং না করলে, ফ্রিজে কোনও সমস্যা হলে 10 হাজার টাকা পর্যন্তও খরচ হতে পারে। এমনকী কিছু কিছু ক্ষেত্রে ফ্রিজটি একেবারেই খারাপ হয়ে যেতে পারে।

বছরে কতবার সার্ভিসিং প্রয়োজন?

অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। ফ্রিজের বছরে কতবার সার্ভিসিং করাতে হবে? বছরে অন্তত দুবার ফ্রিজ সার্ভিসিং করুন। সার্ভিসিং করানোর প্রধান কারণ হল ফ্রিজটি ঠিক আছে কি না। অনেক সময় এমন কোনও সমস্যা দেখা যায়, যা আপনি নিজে বাড়িতে সারাতে পারছেন না। তখন সার্ভিসিং করিয়ে নেওয়াই ভাল। ফ্রিজের চেকআপের জন্য, আপনাকে এমন একজন ব্যক্তিকে ফোন করতে হবে, যিনি ফ্রিজ মেরামত করতে পারদর্শী। তিনি ফ্রিজটি পরীক্ষা করে আপনাকে বলতে পারেন যে, কোনও সমস্যা বা সমস্যা আছে কি না।

এছাড়াও যেহেতু বর্ষাকাল চলছে। তাই আপনাকেও ছোট ছোট কিছু বিষয়ে নজর রাখতে হবে। ফ্রস্ট ফ্রিজে বরফ জমা স্বাভাবিক। কোনও কারণে অতিরিক্ত বরফ তৈরি হলে তা পরিষ্কার করে ফেলুন। অনেক সময় থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকলে, অতিরিক্ত বরফ জমতে পারে। তবে বর্ষাকালে এই সমস্যা বেশি দেখা যায়। সেক্ষেত্রে ঘাবড়াবেন না। বরফ বেশি জমলে ফ্রিজটি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখুন।

Next Article